অ্যাপশহর

মালদায় NIA-এর হাতে গ্রেফতার 'ফেরার' আসামি

সোমবার মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এনআইএ-র আবেদনের প্রেক্ষিতে তার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। জানা গিয়েছে, বিজয়ওয়াড়ার এনআইএ আদলতে ধৃতকে পেশ করা হবে।

EiSamay.Com 30 Apr 2019, 3:15 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পুলিশের খাতায় 'ফেরার' এক আসামিকে মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার করল এনআইএ। ধৃত সাদ্দাম ওরফে ফিরোজ শেখ। জাল ভারতীয় টাকার মামলায় বৈষ্ণবনগরের কুম্ভিরা গ্রামের বাড়ি থেকে বছর বাইশের এই যুবককে রবিবার গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ২০০০ টাকার ৪টি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে।
EiSamay.Com arrest 29


সোমবার মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এনআইএ-র আবেদনের প্রেক্ষিতে তার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। জানা গিয়েছে, বিজয়ওয়াড়ার এনআইএ আদলতে ধৃতকে পেশ করা হবে।

২০১৮ সালের ৩১ মার্চ বিশাখাপত্তনমে ১০ লক্ষ ২০ হাজারের জাল নোট-সহ ধরা পড়ে মহম্মদ মাহবুব বাইগ ওরফে আজহার বাইগ ও সৈয়দ ইমরান। জেরায় তার জানায়, মালদায় জনৈক সাদ্দামের কাছ থেকে তারা ওই টাকা নিয়ে এসেছে। তার পর থেকেই সাদ্দামের খোঁজে ছিল এনআইএ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল