অ্যাপশহর

আহত মমতার যন্ত্রণায় বরফ দিতেই কপাল খুলল নন্দীগ্রামের দোকানির!

নেত্রীকে সাহায্যের পরই ভাগ্য খুলল নন্দীগ্রামের (Nandigram) দোকানির... বরফ দিয়ে সাহায্য করতেই লক্ষ্মীলাভ... সংবাদমাধ্যমের দৌলতে চ্যানেলে চ্যানেলে তাঁর মুখ... তিনি নিজে বলছেন দিদির আর্শীবাদেই একইসঙ্গে এল নাম-যশ....

EiSamay.Com 13 Mar 2021, 11:56 am
এই সময় ডিজিটাল ডেস্ক: গত দু'দিন ধরে টিভি চ্যানেলের মুখ দেখা যাওয়ায় রীতিমতো সেলেব্রিটি নন্দীগ্রাম বিরুলিয়া বাজারের মিষ্টি বিক্রেতা। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আহত হওয়ার পর বরফ দিয়ে নেত্রীর যন্ত্রণার উপশম করেছিলেন তিনিই। তারপরই লক্ষ্মীলাভ। কপাল খুলল লটারিতে।
EiSamay.Com nandigram shop keeper
নন্দীগ্রামের মিষ্টি বিক্রেতা


নন্দীগ্রাম বিরুলিয়া বাজারে মাইতি মিষ্টির দোকানের মালিক নিমাই বাবুকে এখন চেনেন না এমন লোক নেই। তৃণমূল সুপ্রিমোর দুর্ঘটনাটি ঘটে বিরুলিয়ার মাইতি মিষ্টান্ন ভান্ডারের ঠিক সামনে। যন্ত্রণায় কাতর নেত্রীকে খানিকটা উপশম দিতে এই মিষ্টি দোকান থেকেই বরফ চান তাঁর নিরাপত্তারক্ষীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট লাগার কথা শুনেই সঙ্গে সঙ্গেই বরফ বের করে দেন দোকানের মালিক নিমাই মাইতি। নেত্রীর সঙ্গে দেখা হওয়ার ইচ্ছে থাকলেও ভিড়ের কারণে সম্ভব হয়নি। কিন্তু বুধবার কী হয়েছিল সেখানে জানতে নিমাইবাবুকেই বার বার প্রশ্ন করতে থাকেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। চ্যানেলে চ্যানেলে দেখানো হয় তাঁকে। রাতারাতি বিখ্যাত হওয়ার পরই ভাগ্যপরীক্ষা করতে লটারির টিকিট কাটেন। এতদিন কোনও লাভ না হলেও এদিন রেজাল্ট বেরতেই দেখা গেল একেবারে ৫০০০ টাকার লটারি জিতেছেন মাইতিবাবু।

Assembly Election Update: 'ভূমিপুত্র' শুভেন্দু, এবার হলেন নন্দীগ্রামের ভোটার

বিরুলিয়ায় ছোট্ট এই মিষ্টি দোকানির বিশ্বাস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পর্শেই তাঁর এমন উন্নতি। এতদিন লটারির টিকিট কিনে এক টাকাও পাননি এবার তৃণমূল নেত্রীর কল্যাণেই একেবারে ৫০০০ টাকা লাভ। কী করবেন এই পুরস্কারের টাকায়? উত্তর এল, 'দিদি জিতলে এই টাকায় গোটা নন্দীগ্রামকে মিষ্টি খাওয়াব।'

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল