অ্যাপশহর

ফেসবুকের সূত্রে রহস্যভেদ, জ্যান্ত পুড়িয়ে খুন মা-মেয়েকে! ধৃত মেয়ের ‘প্রেমিক’

হলদিয়ায় ১৮ ফেব্রুয়ারি নদীর পাড়ে যে দু’টি দেহ মিলেছিল, তা মা-মেয়ের। তা-ও আবার জানা গেল ফেসবুকের সূত্র ধরে!

EiSamay.Com 24 Feb 2020, 12:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হলদিয়ায় ১৮ ফেব্রুয়ারি নদীর পাড়ে যে দু’টি দেহ মিলেছিল, তা মা-মেয়ের। তা-ও আবার জানা গেল ফেসবুকের সূত্র ধরে!
EiSamay.Com Mother and daughter burnt alive by girls boy friend
মৃত মা ও মেয়ে।


রীতিমতো আঁটঘাট বেঁধে মা-মেয়েকে কলকাতা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল হলদিয়ায়। দুর্গাচকের হাসপাতাল রোডের একটি বাড়িতে তাঁদের রাখার পরিকল্পনা করেছিল মেয়ের ‘প্রেমিক’ শেখ সাদ্দাম হুসেন। সেখানেই রাতের খাবারের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয় দু’জনকে। বেহুঁশ হয়ে পড়লে ওই রাতেই নিউ ব্যারাকপুরের বাসিন্দা, মা রমা ও মেয়ে রিয়াকে নিয়ে যাওয়া হয় ঝিকুড়খালির নদীর পাড়ে। ভোররাতে সেখানে জীবিত অবস্থায় আগুন দেওয়া হয় মা-মেয়ের গায়ে। পুড়ে মারা যান ওই দু’জন।

রবিবার একটি সাংবাদিক বৈঠক করেন হলদিয়ার পুিলশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি জানান, জোড়া খুনের তদন্তে নেমে পুলিশ শেখ মনজুর আলম মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিশের জেরায় মনজুর সব স্বীকার করে। পুলিশ জানতে পারে, এই ঘটনার সঙ্গে আরও তিন জন জড়িত। তাদের মধ্যে মূল অভিযুক্ত শেখ সাদ্দাম হুসেনকেও গ্রেপ্তার করে পুলিশ।

ইন্দিরা বলেন, ‘ময়নাতদন্তে দেহ দু’টি মহিলার বলে নিশ্চিত হওয়ার পর ফেসবুকের সূত্র ধরে তাঁদের পরিচয় জানতে পারি। এর পর তাঁদের ফ্রেন্ড লিস্ট থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করে শনিবার দুই মহিলার পরিচয় উদ্ধার হয়। দু’জনে সম্পর্কে মা ও মেয়ে। তাঁরা উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের বাসিন্দা। তদন্তকারী অফিসাররা তাঁদের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথাও বলেছেন।’

তিনি বলেন, ‘প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সাদ্দামের সঙ্গে ফেসবুকে আলাপের মাধ্যমে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। কোনও কারণে সম্পর্কে অবনতি হওয়ায় মা ও মেয়েকে হলদিয়ায় ডেকে পাঠিয়ে অন্য বন্ধুদের সহযোগিতায় পুড়িয়ে মারে সাদ্দাম। ময়না তদন্তের রিপোর্ট বলছে দু’জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে। তদন্তের জন্যে ধৃত দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল