অ্যাপশহর

স্বস্তির ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গ খানিক ভিজলেও গরম কিন্তু কমছে না!

বইতে পারে ঝড়ো হাওয়াও। যার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হতে পারে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

EiSamay.Com 14 Jun 2019, 7:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময় পার হলেও দেখা নেই বর্ষার। আর সেই সুযোগে ভরা জ্যৈষ্ঠে চোখ রাঙাচ্ছে সূর্য। যার জেরে শুক্রবার মরশুমের উষ্ণতম দিন কাটাল কলকাতা। এ দিন শহরে তাপমাত্রার পারদ গিয়ে পৌঁছয় ৪০ ডিগ্রি। যা গত কয়েক মাসে হয়নি শহর কলকাতায়।
EiSamay.Com বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে


তবে, স্বস্তির বিষয় এই যে সন্ধেবেলা কলকাতা ও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝড়ো হাওয়াও। যার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হতে পারে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে। আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে ঝড়বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল