অ্যাপশহর

Maoist Poster : লালগড়ে ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার! আবগারি আধিকারিকের কাছে ১৫ লাখ দাবি

ঝাড়গ্রামে ফের মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মাওবাদী হুমকি পোস্টারে ১৫ লাখ টাকা দাবি করা হয়েছে।

Produced byঅরিজিৎ দে | Lipi 31 Mar 2023, 8:50 pm
জঙ্গলমহলে ফের মাওবাদী আতঙ্ক! আবগারি দফতরের এক আধিকারিকের বাড়িতে ১৫ লাখ টাকা চেয়ে মাওবাদী নামাঙ্কিত হুমকি চিঠি উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলায়। এই ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে রামগড় থানার পুলিশ। ধৃতদের নাম বিকাশ রানা ও দুলাল রানা। তাদের বাড়ি লালগড় থানার বনপুকুরিয়া গ্রামে। বৃহস্পতিবার বিকেলে লালগড় থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাঁদের দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
EiSamay.Com Maoist Poster Found
মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য। নিজস্ব ছবি।


West Bengal Latest News : ফের রাজ্যে টাকা উদ্ধার! গাড়ির পাদানি থেকে উদ্ধার রাশি রাশি নোটের বান্ডিল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবগারি দফতরের দুর্গাপুর ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সনৎ হেমব্রমের বাড়ি বনপুকুরিয়া গ্রামে। বর্তমানে তিনি কর্মসূত্রে বাঁকুড়ায় থাকেন। লালগড়ের বনপুকুরিয়া গ্রামে সনতের আদি বাড়ি। গত ২০ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে প্রথম হুমকি চিঠি আসে। ওই চিঠিতে মাওবাদীদের নাম নিয়ে হুমকি দিয়ে ১৫ লাখ টাকা দাবি করা হয়।

প্রথমে বাড়ি সদস্যরা এই হুমকি চিঠি হালকাভাবে নিয়েছিলেন। এরপর ২৩ মার্চ বনপুকুরিয়া গ্রামে সনতের বাড়ির দরজার সামনে ফের একটি হুমকি চিঠি পাওয়া যায়। পরের চিঠিতে মাওবাদীদের থেকে ১০ লাখ টাকা চাওয়া হয় বলে জানা গিয়েছে। এমনকী টাকা না দিলে সনতের পুরো পরিবারকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

Paschim Medinipur News : ধরমপুরের ধাঁধায় ফস্কে গেলেন মোস্ট ওয়ান্টেড সব্যসাচী
শনিবার ২৫ মার্চ লালগড় থানায় অভিযোগ দায়ের করেন সনতের দিদি সদরী হেমব্রম। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে রামগড় ফাঁড়ির পুলিশ। তদন্তে নেমে বিকাশ ও দুলালকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৮৭, ৫০৬, ৫০৭ ও ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার ধৃতদের ঝাড়গ্রামের এসিজেএম আদালতে পেশ করা হয় সরকারি আইনজীবী পবিত্র রানা বলেন," মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দিয়ে ১৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করলে তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে ৫ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে বিচারক ২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন"।

Civic Volunteer : তোলাবাজির অভিযোগে ধৃত ২ সিভিক ভলান্টিয়ার
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "ঝাড়গ্রাম জেলায় মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই। মূলত তোলাবাজির জন্য মাওবাদীদের নাম ব্যবহার করা হয়েছিল। আসলে অভিযুক্তরা চিঠি দিয়ে ভয় দেখাতে চেয়েছিল। আমরা তাদেরকে গ্রেফতার করার পর তাঁদের জেরা করে দেখা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।"
লেখকের সম্পর্কে জানুন
অরিজিৎ দে
ডিজিটাল মিডিয়াতে অরিজিতের দুই বছরের অভিজ্ঞতা। এই সময় ডিজিটাল জেলা ডেস্কের তিনি একজন সক্রিয় সদস্য। রাজনীতি বিষয়ক সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ আগ্রহ। লেখনীর গুণে তিনি ডিজিটাল মাধ্যমের পাঠকদের আকৃষ্ট করতে পারে এমন তথ্যপূর্ণ নিবন্ধ তৈরিতে সদা সচেষ্ট। পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে নিরন্তর কৌতূহল সাংবাদিক হিসেবে তাঁর দক্ষতাকে অনবরত ঋদ্ধ করে চলেছে। কর্মসূত্রে একাধিক প্রখ্যাত রাজনীতিকের সাক্ষাৎকার তেওয়ার সুযোগ তাঁর হয়েছে। অবসর সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালোবাসেন ক্রিকেট, রান্না ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে।... আরও পড়ুন

পরের খবর