অ্যাপশহর

সূচি বদলে আগেই বাঁকুড়ায়, আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

সোমবার দুপুর ১টায় খাতড়ার সিধু-কানহু স্টেডিয়ামে সরকারি সভা করবেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের হাতে তুলে দেবেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা। সভামঞ্চ থেকে জেলার নতুন ১৬টি প্রকল্পের উদ্বোধন ও ১৬টি প্রকল্পের শিলান্যাস করবেন বলে জেলাপ্র শাসন সুত্রে খবর।

Ei Samay 23 Nov 2020, 10:08 am
এই সময়, কলকাতা ও বাঁকুড়া: সফরসূচির খানিক পরিবর্তন করে রবিবার বিকেলেই বাঁকুড়ার মুকুটমণিপুরে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার এবং আগামিকাল মঙ্গলবার গোটা দিনই তাঁর কাটবে মুখ্যমন্ত্রী হিসেবে নানা প্রশাসনিক বৈঠকে। তার মধ্যে জেলা প্রশাসনিক বৈঠক ছাড়াও আছে আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন নিয়ে ভিডিয়ো বৈঠক।
EiSamay.Com mamata banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনো ছবি।


বুধবার দলীয় জনসভায় ভাষণ দেওয়ার কথা তৃণমূল সু্প্রিমোর। ৫ নভেম্বর বাঁকুড়া ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শহরের রবীন্দ্র ভবনে কর্মিসভার পাশাপাশি তৃণমূলকে তীব্র আক্রমণ করে দাবি করে যান, বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন জিতে ক্ষমতায় আসবে। সেই বাঁকুড়া দিয়েই শুরু হচ্ছে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা। স্বাভাবিক ভাবেই, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আক্রমণের ধার বাড়িয়েছে বিজেপি। এদিন সন্ধ্যায় বিনা নোটিসেই জেলা বিজেপি বাঁকুড়া শহরে মুখ্যমন্ত্রীর সফরের প্রতিবাদে মোমবাতি মিছিল করে। তাতে ছিলেন বিজেপি সাংসদ চিকিৎসক সুভাষ সরকার। মুখ্যমন্ত্রীর সফরসূচির পরিবর্তন নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির।

জেলা বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, 'মুখ্যমন্ত্রী আসলে অমিত শাহকে ভয় পাচ্ছেন। ক'দিন আগেই তো অমিতজি বাঁকুড়া ঘুরে গিয়েছেন। তাই মুখ্যমন্ত্রীও এখানে ছুটে এসেছেন।' তৃণমূল অবশ্য বিজেপির দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি প্রতিটি জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করেন। করোনার জেরে তাঁকে এত দিন সফর বন্ধ রাখতে হয়েছিল, এই যা। তিনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের মতো ভোট-পাখি নন। মুখ্যমন্ত্রীর এই সফরকে নিউ নর্মাল থেকে নর্মালে ফেরা বলা চলে। কারণ, করোনা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করার মুখে এ বছর মার্চে মুখ্যমন্ত্রী মালদায় প্রশাসনিক বৈঠক করেছিলেন। মালদার সেই সফরের পর দীর্ঘ লকডাউন পর্ব শেষ করে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গেলেও আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমেই কথা বলেন। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সফরেও তিনি অনেকটাই প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন। তবে বাঁকুড়া সফরে সরকারি আধিকারিকরা সশরীরে হাজির থাকবেন মুখ্যমন্ত্রীর সভায়। পরিষেবা প্রকল্পও দেবেন তিনি।

২০১৯-এর লোকসভা ভোটে গেরুয়া শিবির জঙ্গলমহলের প্রায় সব আসনই দখল করে। তার পর থেকেই তৃণমূল জমি পুনরুদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে। আদিবাসী সমাজের একাংশের ক্ষোভ প্রশমনে যথাসাধ্য চেষ্টা করেছে প্রশাসনও। জয় জোহার পেনশন প্রকল্পের সিংহভাগ সুবিধাভোগীই জঙ্গলমহলের বাসিন্দা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, তাই পূর্ণাঙ্গ প্রশাসনিক সভার জন্য জঙ্গলমহলেরই একটি জেলাকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন কলকাতা থেকে হেলিকপ্টারে করে বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ মুকুটমণিপুরে পৌঁছন মমতা। এর পর সরাসরি চলে যান সেচ দপ্তরের বাংলো 'কংসাবতী ভবনে'। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুকুটমণিপুরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভাপতি এবং রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, দলের জেলা চেয়ারম্যান শুভাশিস বটব্যাল, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টর অরূপ চক্রবর্তী। হাজির ছিলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ ও পুলিশ সুপার কোটেশ্বর রাও। মুখ্যমন্ত্রী আসার খবর পেয়ে এদিন দুপুরে হেলিপ্যাডের কাছে অপেক্ষায় ছিলেন কংসাবতী কলোনির পরিত্যক্ত কোয়ার্টারে বসবাসকারী উদ্বাস্তুরা। মমতা নামতেই 'দিদি-দিদি' বলে ওঠেন তাঁরা। নিরাপত্তারক্ষীর হাত দিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি পাঠিয়েছেন তাঁরা। সেখানে তাঁদের স্থায়ী বাসস্থানের দাবি জানিয়েছেন।

আজ, সোমবার দুপুর ১টায় খাতড়ার সিধু-কানহু স্টেডিয়ামে সরকারি সভা করবেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের হাতে তুলে দেবেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা। সভামঞ্চ থেকে জেলার নতুন ১৬টি প্রকল্পের উদ্বোধন ও ১৬টি প্রকল্পের শিলান্যাস করবেন বলে জেলাপ্র শাসন সুত্রে খবর। মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এছাড়াও পরদিন বুধবার বাঁকুড়া-১ নম্বর ব্লকের শুনুকপাহাড়ি মাঠে রাজনৈতিক সভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-https://telegram.me/EisamayNews

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল