অ্যাপশহর

'হাত দিয়ে দেখাক সায়নীর গায়ে', তথাগতকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ধর্মীয় ভাবাবেগে আঘাত ইস্যুতে অভিনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) বিরুদ্ধে FIR দায়ের করেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। এবার তাঁকে একহাত দিয়ে সায়নীর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Ei Samay 20 Jan 2021, 2:39 pm
এই সময়: পুরুলিয়ার সভা থেকেই বিজেপি নেতা তথাগত রায়কে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'ক্ষমতা থাকলে সায়নীর (ঘোষ) গায়ে হাত দিয়ে দেখাক বিজেপি। নাতনির বয়সি মেয়েকে প্রতিদিন হুমকি দিয়ে যাচ্ছেন।'
EiSamay.Com Mamata on Saayoni Ghosh.
ছবি সৌজন্যে- ইকোনমিক টাইমস এবং সায়নী ঘোষের টুইটার


সম্প্রতি ধর্মীয় প্রশ্নে অভিনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) একটি টুইট দেখে তাঁর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় FIR দায়ের করেছিলেন তথাগত রায়। এ নিয়ে তথাগত রায়ের সঙ্গে টুইটারে একপ্রস্থ যুদ্ধ হয় অভিনেত্রীর। মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় সে খবর। মঙ্গলবার এ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। অন্য দিকে এদিনই বাগুইহাটি থানায় একটি অভিযোগ জমা পড়েছে অভিনেত্রী দেবলীনা দত্ত আর পরিচালক-গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বাংলার এক টেলিভিশনের টক শো-তে দেবলীনা আর অনিন্দ্য দু'জনেই দুর্গাপুজোর সময় গো-মাংস খাওয়ার পক্ষে মত দেন। মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী ও আইনজ্ঞ তরুণজ্যোতি তেওয়ারি। তাঁর বক্তব্য, 'পরের বার হিন্দু ধর্ম নিয়ে কথা বলার আগে দেবলীনা আর অনিন্দ্য একবার ভাবুন। বুদ্ধিজীবী হওয়া মানেই হিন্দু ধর্মকে আক্রমণ করার ছাড়পত্র পাওনা না। সেটা বোঝানোর সময় এসেছে। আইনের ছাত্র হিসেবে আইনি পথে প্রতিবাদ করতে ভালোবাসি। সোশ্যাল মিডিয়াতে তরুণজ্যোতির দাবি, 'পশ্চিমবঙ্গ পুলিশ পদক্ষেপ না-করলে বুঝতে হবে, তাঁরাও দুর্গাপুজোর সময় গো-মাংস খাওয়াকে উৎসাহ দেন।' তবে দেবলীনার স্বামী তথাগত মুখোপাধ্যায় স্পষ্ট করেছেন, তরুণজ্যোতির FIR গৃহীত হয়নি। প্রয়োজনে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল