অ্যাপশহর

Mamata Banerjee: কালিম্পঙের উদ্দেশে মুখ্যমন্ত্রী, বৃষ্টি উপেক্ষা করেই অপেক্ষায় ভিড়

আজকের রাত কালিম্পংয়ের ডেলো বাংলোতেই কাটাবেন মুখ্যমন্ত্রী।

EiSamay.Com 28 May 2018, 6:40 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আজ থেকেই শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ দিনের উত্তরবঙ্গ সফর। বিকেলের বিমানে বাগডোগড়া নামার পর সড়ক পথে কালিম্পংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
EiSamay.Com অপেক্ষায় কালিম্পং। মুখ্যমন্ত্রীর ফাইল ফটো
অপেক্ষায় কালিম্পং। মুখ্যমন্ত্রীর ফাইল ফটো


তাঁর এই সফর ঘিরে সমতল থেকে পাহাড় পর্যন্ত কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এদিকে, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি কালিম্পং শহর। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রবিবার থেকেই ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার দিয়ে সাজানো হয়েছে কালিম্পং শহর। আজ বৃষ্টির মধ্যেও রাস্তার দু’ধারে ভিড় করে রয়েছেন কালিম্পংবাসী। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি গোর্খা সমর্থকদের ভিড়ও চোখে পড়ার মতোই।

নিরাপত্তার কড়া ব্যবস্থা

আজকের রাত কালিম্পংয়ের ডেলো বাংলোতেই কাটাবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল রোনাল্ড রস পার্কে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাহাড়ের ১৫টি উন্নয়ন বোর্ডের কাজ নিয়ে বৈঠকের নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সম্মিলিত সভা থেকে আরও বেশ কিছু উন্নয়ন মূলক প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এরমধ্যেই রাস্তা ও পানীয় জলের পাশাপাশি বিশেষ গুরুত্ব পেতে পারে লাভা ও লোলেগাঁয়ের পর্যটন পরিকাঠামোর বিকাশ।

১ জুন কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরার আগে শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল