অ্যাপশহর

রোড-শো, সভায় সরগরম বাঁকুড়া

একেবারে শেষ লগ্নে প্রার্থীদের প্রচার, জনসংযোগের পাশাপাশি বিভিন্ন দলের সভা ঘিরে সরগরম বাঁকুড়ার ভোটের বাজার।

EiSamay.Com 9 May 2019, 12:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একেবারে শেষ লগ্নে প্রার্থীদের প্রচার, জনসংযোগের পাশাপাশি বিভিন্ন দলের সভা ঘিরে সরগরম বাঁকুড়ার ভোটের বাজার। বুধবার জেলায় তিনটি সভা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় করেন রোড-শো। জনসভা করে সিপিএম।
EiSamay.Com lok sabha election 2019 west bengal bankura vote preparation
রোড-শো, সভায় সরগরম বাঁকুড়া


বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে অভিষেকের প্রথম সভাটি হয় তালডাংরায়। সেখানে অভিষেক বলেন, ‘যে ভারতী ঘোষ বাংলার মানুষকে কুকুর, বেড়াল বলে, উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে বাংলার ছেলেদের মারবে বলে, সেই ভারতী ঘোষের হাত ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি ঘাটালে সভা করে গিয়েছে। সেই দলের হয়েই অমিত শাহ, নরেন্দ্র মোদী, সুভাষ সরকার ভোট চাইছে। ক্ষমতা থাকলে তালডাংরার মাটিতে উত্তরপ্রদেশের একটাও লোক ঢুকিয়ে দেখাবেন।’ পাল্টা উত্তরে বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন, ‘রাজনীতি করতে গিয়ে মানুষকে সাহস জোগাতে অনেক কিছু বলতে হয়। আমরা আইন মেনেই চলি। তবে, কেউ গুন্ডামি করলে তাকে নিশ্চয়ই ফুল দেওয়া হবে না। প্রতিরোধের জন্য যা করা দরকার তাই করবে।’ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে শিবসেনার হয়ে যিনি লড়াই করছেন সেই প্রার্থীর নামও সুভাষ সরকার। এ নিয়ে অভিষেকের কটাক্ষ, ‘এখানে আবার লড়াইয়ের ময়দানে দু’টি সুভাষ সরকার রয়েছে। দু’জনই বলছে, তারা মোদীর লোক।’ এর পাল্টা বিজেপির সুভাষের বক্তব্য, ‘আসল-নকলের প্রশ্ন আসে না। বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট হবে মানুষ। পরাজয় নিশ্চিত ভেবেই তৃণমূল আবোলতাবোল বকছে।’ তালডাংরার পর বিকেলে বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে ওন্দা ও পাত্রসায়রে দু’টি জনসভা করেন অভিষেক। এ দিন সকালে বাঁকুড়া শহরের গ্রিন গার্ডেনে লোকশিল্পীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন সুব্রত মুখোপাধ্যায়। সেখানে এক ফাঁকে ঢাক বাজাতেও দেখা যায় প্রার্থীকে। বৈঠকে ছিলেন বাঁকুড়া জেলাপরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু ও মেন্টর অরূপ চক্রবর্তী।

বুধবার বাঁকুড়ার খাতড়া শহরে রোড-শো করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সকাল ১১টা নাগাদ পাম্প মোড় থেকে শুরু হয় রোড-শো। খাতড়া বাজার হয়ে পাপড়া মোড় পর্যন্ত হুড খোলা গাড়িতে চড়ে জনসংযোগ সারেন প্রার্থী। জনতার উদ্দেশে হাত নাড়েন রূপা। তাসা-বাজনা সহকারে এলাকার দলীয় নেতা, কর্মীরাও ছিলেন র৵ালিতে। বুধবার সন্ধ্যায় বাঁকুড়া শহরে প্রার্থী অমিয় পাত্রের সমর্থনে জনসভা করেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর নিশানায় ছিল তৃণমূল ও বিজেপি।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল