অ্যাপশহর

South Dinajpur News: বেহাল রাস্তার মাঝে পোঁতা হল ধানের চারা! বিক্ষোভ স্থানীয়দের

বালুরঘাট (Balurghat) পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কুর সংসদ এলাকাতেই এবার বেহাল রাস্তার অভিযোগে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা সহ গ্রামবাসীরা। রাস্তার মাঝেই গাছের চারা লাগিয়ে দেন তাঁরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। যদিও বিষয়টি দ্রুত দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু।

Produced byMaitreyi Mukherjee | Lipi 27 Jun 2022, 8:42 am

হাইলাইটস

  • বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কুর সংসদ এলাকাতেই বেহাল রাস্তা
  • একমাত্র রাস্তাটি পাকা করার দাবি একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ
  • বেহাল রাস্তায় ধান লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা
EiSamay.Com balurghat
বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা
বালুরঘাট (Balurghat) পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কুর সংসদ এলাকাতেই এবার বেহাল রাস্তার অভিযোগে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা সহ গ্রামবাসীরা। গ্রামের চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি পাকা করার দাবি একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে গ্রামের একমাত্র রাস্তাটি পাকা করার দাবিতে রবিবার বেহাল রাস্তায় ধান লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলা থেকে পুরুষরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। যদিও বিষয়টি দ্রুত দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু।
South Dinajpur News: পথ দুর্ঘটনা কমাতে বালুরঘাটে অভিনব উদ্যোগ পুলিশের
জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের রহতুল থেকে কয়রাকল শ্মশান পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গ্রামের একমাত্র রাস্তাটি বেহাল থাকায় বর্ষার সময় চলাচল করতে ব্যাপক সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। প্রতিদিন ওই রাস্তা দিয়ে খোরকাডাঙ, কয়রাকল, রহতুল, রাজুয়া, ধরমপুর, ভাটরা সহ বেশকিছু গ্রামের প্রায় ২০-২৫ হাজার মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্তমানে ওই রাস্তাটিতে চলাচল করা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।
Election 2022: ভোট নিয়ে সরগরম পাহাড়-সমতল, মোটের উপর শান্তিপূর্ণ GTA থেকে দক্ষিণের নির্বাচন

রাস্তা নির্মাণ না হওয়ায় বর্তমানে মাটির রাস্তাটির অধিকাংশ জায়গা যেমন খানা খন্দে পরিণত হয়েছে। তেমনই বর্ষা নামলেই রাস্তায় জমে প্রায় হাটু সমান কাদা। ফলে এই রাস্তা দিয়ে বর্ষাকালে গাড়ি চলাচল তো দূরের কথা সাইকেল নিয়ে যাতায়াত করতেও নাভিশ্বাস ওঠে স্থানীয় বাসিন্দাদের। আর যা নিয়েই ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ৫ বছরেরও বেশি সময় ধরে রাস্তা নির্মাণের আর্জি স্থানীয় পঞ্চায়েতে থেকে জেলা পরিষদে বা বিডিও অফিস সব জায়গায় জানিয়েও কোনও ফল পাননি। তাই রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভে সামিল হন তাঁরা।
South Dinajpur News: কটুক্তির প্রতিবাদের জের! বালুরঘাটে ছুরিকাহত মা-ছেলে

এবিষয়ে বিক্ষোভকারী অভিযোগ দীর্ঘ বাম আমল থেকেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে এলাকার এই রাস্তা। প্রতিদিন কয়েকশো বাসিন্দা চলাফেরা করেন। অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন দরকারি কাজে আশপাশের ৭ টি গ্রামের মানুষের একমাত্র ভরসা ওই রাস্তাটি। কিন্তু দীর্ঘদিন কোনও সংস্কার না হওয়ায় বর্ষার শুরুতেই জলকাদায় পরিপূর্ণ হয়ে ওঠে রাস্তা। চরম সমস্যায় পড়েন গ্রামের বাসিন্দারা। বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে জানিয়েও কোনও ফল পাননি বাসিন্দারা। তাই বাধ্য হয়ে এদিন রাস্তার উপরে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান মহিলারা। রাস্তা না হলে আগামী দিনে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে এবিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু জানিয়েছেন, অতি দ্রুত ওই রাস্তা সারাইয়ের ব্যবস্থা করা হবে।
লেখকের সম্পর্কে জানুন
Maitreyi Mukherjee

পরের খবর