অ্যাপশহর

জেএমবির ল্যাপটপ উদ্ধার মুর্শিদাবাদে

ফের সন্ত্রাসের হাতছানি। মুর্শিদাবাদে জামাতুল মুজাহিদিনের দুই সদস্যর বাড়ি থেকে দুটি ল্যাপটপ উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ।

EiSamay.Com 21 Mar 2019, 7:43 am
এই সময় ডিজিটাল ডেস্ক:মুর্শিদাবাদের বাসিন্দা নাদিম এবং মনিরুল ডাক্তারের বাড়িতে থেকে ল্যাপটপ দুটি করা উদ্ধার হয়। আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ওই দু'জন। বর্তমানে জেল হেফাজতে রয়েছে তারা। সূত্রের দাবি, যে ল্যাপটপ দুটি পাওয়া গিয়েছে তাতে প্রচুর জেহাদি বই, বোমা তৈরির ফর্মূলা পাওয়া গিয়েছে।
EiSamay.Com jmb laptop seized from murshidabad
জেএমবির ল্যাপটপ উদ্ধার মুর্শিদাবাদে


নাদিম বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নিয়েছিল কওসরের কাছেই। দীর্ঘদিন বেঙ্গালুরুতে কওসরের সঙ্গে ছিল। সেখানে বেশ কয়েকটি ডাকাতি করে তারা। তার মধ্যেই একটি একটি ডাকাতির সময় লুঠ করা হয়েছিল ল্যাপটপগুলি। যা পরবর্তীকালে সংগঠনের কাজে লাগানো হয়। ল্যাপটপে থাকা এই সব জেহাদি বই-সহ সন্ত্রাসবাদী কাজকর্মের ভিডিয়ো দেখিয়ে সাধারণ মানুষের মগজ ধোলাই কাজ করা হত বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল