অ্যাপশহর

দক্ষিণ দিনাজপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাড়ি ঘর, দেওয়াল চাপা পরে মৃত্যু বৃদ্ধার

২০-৩০ মিনিটের ঘূর্ণি ঝড়ে লণ্ডভণ্ড গোটা এলাকা... বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি…ঝড় প্রচন্ড বেগে প্রবাহিত হয়ে সব কিছু নিমেষের মধ্যে লণ্ডভণ্ড করে চলে যায়... পরে শিলাবৃষ্টি শুরু হয়...

Lipi 9 Apr 2021, 4:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতে ২৩ কিলোমিটার বেগে আসা ২০-৩০ মিনিটের ঘূর্ণি ঝড়ে লণ্ডভণ্ড দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কুমারগঞ্জের একাধিক এলাকা। ঝড়ে বাড়ির দেওয়াল ভেঙে চাপা পরে মৃত্যু কুমারগঞ্জের ভৌর গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া মেলছো সরেন নামে এক বৃদ্ধা। পরিবারের বাকি সদস্যরাও জখম অবস্থায় বরাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও একাধিক এলাকার বাসিন্দারাও জখম হয়েছে। প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়েছে। প্রচন্ড ঘূর্ণি ঝড়ে এলাকায় বহু বাড়ী ঘর ভেঙে পড়েছে। অধিকাংশ বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে। গাছপালা ভেঙে রাস্তা ঘাট প্রায় বন্ধ বালুরঘাট সহ কুমারগঞ্জের একাধিক এলাকা।ইলেকট্রিক খুঁটি পড়ে বিদুৎ বিচ্ছিন্ন বালুরঘাট কুমারগঞ্জের বহু এলাকা।
EiSamay.Com storm21.
প্রচন্ড ঘূর্ণি ঝড়ে এলাকায় বহু বাড়ী ঘর ভেঙে পড়েছে


৫১২ নং জাতীয় সড়কে গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বৃহস্পতিবার রাতে আনুমানিক রাত্রি ১০ টার দিকে প্রায় ২৩ কিলোমিটার বেগে ঘূর্ণি ঝড় প্রভাবিত হয়। প্রথমে ঝড় প্রচন্ড বেগে প্রবাহিত হয়ে সব কিছু নিমিষের মধ্যে লণ্ডভণ্ড করে চলে যায়। পরে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির কারণে পাট চাষে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। কুমারগঞ্জ ব্লকের বহু এলাকায় রাস্তার উপর গাছ পড়ে যায়।

আচমকা ঝড়ে লণ্ডভণ্ড মালদা, ভাঙল বহু বাড়ি

খবর পেয়ে তৃণমূলের তোরাব হোসেন মন্ডল ও BJPর প্রার্থী মানস সরকার এলাকা পরিদর্শন করে। কুড়ুল হাতে নিজে রাস্তায় নেমে গাছ কেটে পরিস্কার করে BJPর প্রার্থী মানস সরকার। বরাহার গ্রামীণ হাসপাতালে তিনি গভীর রাতে চিকিৎসাধীন জখম ব্যক্তিদের দেখতে যান। জেলা প্রশাসনের তরফে কোন এলাকায় কি পরিমান ক্ষতি হয়েছে তার পরিসংখ্যান শুরু করে দেওয়া হয়েছে। মাঝিয়ান কৃষি গবেষণা কেন্দ্রের আবহাওয়া বিদ সুমন সুত্রধর বলেন, প্রায় ২৩ কিলোমিটার বেগে ঝড় প্রভাবিত হয়েছে। সামান্য বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমারগঞ্জ বিধানসভার BJPর প্রার্থী মানস সরকার বলেন, জেলার সবচেয়ে বেশী কুমারগঞ্জ এলাকা ক্ষতি হয়েছে। বহু মানুষ জখম অনেকে বাড়ি ঘর ছাড়া। একজনের মৃত্যু হয়েছে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল