অ্যাপশহর

তৃণমূলের যুবনেতার করোনা, কোয়ারান্টিনে হাফ ডজন নেতা

দক্ষিণ দিনাজপুরের এক যুব তৃণমূল নেতা করোনায় আক্রান্ত। কয়েকদিন আগে ওই নেতার সঙ্কে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দলের জেলার এক যুব নেতা। তাঁদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে পার্টি নেতৃত্ব।

EiSamay.Com 28 Jun 2020, 5:45 pm
এই সময়: দক্ষিণ দিনাজপুরের এক যুব তৃণমূল নেতার করোনা পজিটিভ রিপোর্ট আসতেই আতঙ্ক ছড়িয়েছে জেলার নেতা-কর্মীদের মধ্যে। গত মঙ্গলবার সোয়াব পরীক্ষা হয় ওই যুব তৃণমূল নেতার। শনিবার সেই পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এলে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে।
EiSamay.Com coronavirus
প্রতীকী ছবি


গত ২৫ জুন বুনিয়াদপুরের একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই যুবনেতা। সেই কর্মসূচিতে হাজির ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, বিধায়ক গৌতম দাস, প্রাক্তন বিধায়ক শঙ্কর চক্রবর্তী, তৃণমূল নেতা তোরাফ হোসেন মণ্ডল, শুভাশিস পাল, দেবাশিস মজুমদার সহ অন্য নেতারা। ফলে এ দিন দলের ওই যুবনেতার করোনা পজিটিভ খবর আসার পরই ওই দিনের দলীয় কর্মসূচিতে হাজির থাকা তৃণমূলের নেতাকর্মীদের হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ। পাশাপাশি তিনিও হোম আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন অর্পিতা।

ওই দিন দলীয় কর্মসূচিতে যাঁরা অংশ নিয়েছিলেন তাঁদের প্রত্যেকের আগামী ২ জুলাই‌ সোয়াব পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা। দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে ১২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। মালদা মেডিক্যাল কলেজ থেকে এই রিপোর্ট এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।

আক্রান্তদের মধ্যে কুশমণ্ডি ব্লকের ছয় জন ও গঙ্গারামপুর ব্লকের ছ’জন রয়েছে। কুশমণ্ডিতে আক্রান্তদের মধ্যে ১ জন তৃণমূলের যুবনেতা, বাকি পাঁচজন পরিযায়ী শ্রমিক। অন্যদিকে গঙ্গারামপুরে আক্রান্ত ৬ জনের মধ্যে ২ জন নার্স, ১ জন গঙ্গারামপুর থানার এসআই ও ১ জন সিভিক ভলান্টিয়ার এবং বাকিরা পরিযায়ী শ্রমিক। নতুন করে ১২ জনের সংক্রমণের ফলে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯১ জন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল