অ্যাপশহর

নেটপাড়ায় গুজব ছড়ানোয় বাংলার বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর

দু-জনের মৃত্যুকে করোনায় মৃত্যু বলে অভিযোগ তুলে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায়, বাঁকুড়ার বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর নিল পুলিশ। আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

EiSamay.Com 18 Apr 2020, 12:35 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মৃতদেহ সৎকার নিয়ে সোশ্য়াল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে এফআইআর নিল পুলিশ। সূত্রের খবর, জেলার তৃণমূল নেতা জয়দীপ চট্টোপাধ্য়ায়ের অভিযোগের ভিত্তিতেই বিজেপি সাংসদের বিরুদ্ধে শুক্রবার এফআইআর দায়ের হয়েছে।
EiSamay.Com coronasuside-332


জানা গিয়েছে, বাঁকুড়া সদর থানায় সুভাষ সরকারের বিরুদ্ধে এদিন অভিযোগ হয়। করোনাভাইরাসে দু’জনের মৃত্য়ু হয়েছে বলে সোশ্য়াল মিডিয়ায় দাবি করেন বিজেপি সাংসদ। মৃত দু’জনের সৎকার ঠিকমতো সম্পন্ন করা হয়নি বলে প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলেন এই সাংসদ। সাংসদের অভিযোগ, গভীর রাতে করোনায় মৃত ২ জনের দেহ পোড়ানো হয়েছে।

এদিন এফআইআর দায়েরের পর তৃণমূল নেতা জয়দীপ চট্টপাধ্য়ায় বলেন, 'সাংসদ নিজে একজন ডাক্তার। কোনও রিপোর্ট না দেখে, বর্তমান পরিস্থিতিতে তিনি যে ভাবে সোশ্য়াল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, তা দুর্ভাগ্য়জনক।'

করোনা পরীক্ষার ফল জানার আগেই কী ভাবে মৃতদেহ সৎকার করা হল, তা নিয়ে পালটা প্রশ্ন দেগেছেন বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, সরকারি হাসপাতালে দুই ব্য়ক্তির মৃত্য়ুর পর ১২ এপ্রিল মধ্য়রাতে তাঁদের সৎকার করা হয়। করোনাভাইরাসেই ওই দু’জন মারা গিয়েছেন বলে স্থানীয়রা দাবি করেন। তাঁদের সঙ্গেই গলা মেলান বাঁকুড়ার বিজেপি সাংসদ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল