অ্যাপশহর

ঋণের দায়ে আত্মঘাতী কৃষক, অস্বীকার কৃষিমন্ত্রীর

কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, 'এ রাজ্যে একজন কৃষকও আত্মহত্যা করেনি। ওই ব্যক্তির আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে।'

EiSamay.Com 12 Jan 2020, 3:39 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ঋণে জর্জরিত হয়ে কৃষকের আত্মহত্যার অভিযোগ উঠল বীরভূমে। মৃতের নাম হৃদয় লেট (৪৯)। বাড়ি বীরভূমের নলহাটি থানার হরিপুর গ্রামে।
EiSamay.Com suicide


পারিবারিক সূত্রের খবর, পেশায় দিনমজুর হলেও মাঝে মধ্যে ভাগে জমি চাষ করতেন তিনি। কিছুদিন আগে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে দেড় বিঘে জমিতে ধান চাষ করেছিলেন তিনি। কিন্তু পোকার আক্রমণে ধান নষ্ট হয়ে যায়। এরপর আলু চাষ করে ঋণ পরিশোধ করার কথা ভাবেন। সেজন্য ১৭০০ টাকা দরে দুই কুইন্টাল আলু বীজ কেনেন। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় ধসা রোগে সেই আলুও নষ্ট হয়ে যায়। ফলে ঋণে জর্জরিত হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই চাষী। শুক্রবার বিকেলে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেন। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃত কৃষকের স্ত্রী হাসি শেখ বলেন, 'ভাগে ধান চাষ করেছিলেন তা নষ্ট হয়ে গিয়েছে। তারপর চড়া দামে আলুর বীজ কিনে চাষ করলেও কুয়াশার কারণে সেই আলুতে ধসা লেগে নষ্ট হয়ে যায়। বাড়িতে প্রতিদিন মহাজনের লোকজন টাকা চাইতে আসত। এতেই মানসিকভাবে ভেঙে পড়ে।' যদিও কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, 'এ রাজ্যে একজন কৃষকও আত্মহত্যা করেনি। ওই ব্যক্তির আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ রয়েছে।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল