অ্যাপশহর

পুলিশের খাতায় নাম নেই! 'চাকরির লক্ষ্যে' গভীর জঙ্গলে বৈঠক প্রাক্তন মাওবাদীদের

সরকার নির্ধারিত শর্তগুলি পূরণ না করায় মূলস্রোতে ফিরলেও সরকারি প্যাকেজ বা চাকরি কোনটায় পাননি অনেক প্রাক্তন মাওবাদী... সেই সমস্যা মেটাতেই বৈঠকে একত্রিত হয়েছিলেন ওঁরা

Lipi 27 Sep 2021, 1:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের চাকরির দাবিকে সামনে রেখে গভীর জঙ্গলে মিটিং করলো একদা মাও কার্যকলাপের সঙ্গে যুক্ত প্রাক্তন মাওবাদীরা । তারা সকলেই নিজেদেরকে মাওবাদী বলেই দাবি করেছেন । তাঁদের কথায় তারা মূল কাজের সঙ্গে যুক্ত ছিলেন । কারও পুলিশের খাতায় নাম রয়েছে, কারও নাম নেই । অনেকেই আবার মাওবাদী কার্যকলাপের সময় আত্মগোপন করে লিঙ্ক ম্যানের কাজ করেছিল । আজ তারা সকলেই একত্রিত হয়ে রাজ্য সরকারের বিশেষ প্যাকেজ ও চাকরির দাবিকে সামনে রেখে মিটিং করে ।
EiSamay.Com mao meeting


রবিবার ঝাড়গ্রাম থানার লোধাশুলি সংলগ্ন টুটুহার জঙ্গলে প্রাক্তন মাওবাদীদের মিটিং হয় । মিটিংয়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম , জামবনি, বিনপুর সহ বিভিন্ন প্রান্তের যারা মাও কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু, সরকারী কোন প্যাকেজ পাননি, এই ধরনের প্রায় ৫০ থেকে ৬০ জন উপস্থিত ছিলেন । পুরনো মাওবাদী কায়দায় একে একে দাঁড়িয়ে তারা তাঁদের বক্তব্য রাখেন । তারা যদি সরকারি প্যাকেজ না পায় তাহলে সকলে একত্রিত হয়ে পুনরায় আন্দোলনের যাওয়ার কথা বলেন । মিটিংয়ে উপস্থিত ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডির বাসিন্দা তপন মাহাত নিজেকে মাওবাদীদের জয়ন্ত স্কোয়াডের প্রাক্তন সদস্য বলে দাবি করেন । তপন বলেন, 'বিভিন্ন এলাকা থেকে আজ প্রাক্তন মাওবাদীরা একত্রিত হয়েছি । এক সময় আমরা প্রাক্তন মাওবাদী নেতা কিষাজী, উমাকান্ত, সুচিত্রা ওদের সঙ্গে কাজ করেছি । সবাই আমরা মূল স্রোতে ফিরে এসেছি । কিন্তু, আমরা অনেকেই এখনও সরকারের কোনও প্যাকেজ চাকরি পাইনি । আমাদের বিরুদ্ধে ১২১ , ১২২ ,১২৩ ধারায় কেস রয়েছে। এছাড়াও আমাদের বিরুদ্ধে আর্মস কেস রয়েছে |'

'এরা ডান্সিং ড্রাগন', নাম না করে BJP নেতাদের আক্রমণ মমতার

মূলস্রোতে ফেরার পর চাকরি না মেলায় ক্ষোভ প্রকাশ করে তপন মাহাতো হুঁশিয়ারির সুরে বলেন, 'আগামী দিনে বিরিহাঁড়িতে মাওবাদী নেতা উমাকান্তের শহীদ বেদী রয়েছে আমরা সেখানে মিটিং করব । জামবনি, বাঁশতলা, বিনপুর সহ সব জায়গায় আমরা মিটিং করব বলে আমাদের পরিকল্পনা চলছে।' তপন মাহাতের কথার সুরে সুর মিলিয়ে মিটিংয়ে উপস্থিত রঞ্জিত সিট, সঞ্জয় মাহাত, বাবলু কিস্কুরা একই কথা বলেন । সরকারি প্যাকেজ ও চাকরি না পেলে জঙ্গলমহলের দিকে দিকে ছড়িয়ে দিবে তাদের আন্দোলন ।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল