অ্যাপশহর

Coronavirus Death Toll in Kolkata করোনার গ্রাসে বাংলা LIVE: মেদিনীপুরে আক্রান্ত গুজরাত ফেরত পরিযায়ী দম্পতি

রাজ্যে সুস্থতার হার প্রায় ৬২.৫৮%। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৩৭০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪,৭২৮ জন।

EiSamay.Com 24 Jun 2020, 3:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বর্তমানে রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। সেই অনুপাতে বাংলায় সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা অনেক কমছে। বাড়ছে এই মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। মঙ্গলবারের চিত্রটাও ছিল সেরকমই।
EiSamay.Com Corona in West Bengal
রাজ্যের চিত্র।


---দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে বুধবার থেকে খুলল তারকেশ্বর মন্দির। রথের দিন সন্ধ্যায় আধঘণ্টার জন্য খুলেছিল তারকেশ্বর মন্দির। তবে, বুধবার থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল তারকেশ্বর মন্দিরের দরজা। রথযাত্রার শুভ দিনে বিগ্রহ দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছিল তারকেশ্বর মন্দির প্রাঙ্গন। এর পর বুধবার সকাল সাড়ে আটটা থেকে খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।

---করোনা আক্রান্ত ভিন্ রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক ও এক দম্পতি। পূর্ব মেদিনীপুরের ঘটনা। গুজরাত থেকে ফেরার পর, ওই পরিযায়ী শ্রমিক এগরার একটি স্কুলে কোয়ারানটিন সেন্টারে ছিলেন। মঙ্গলবার তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। একই সঙ্গে পটাশপুরের এক দম্পতির শরীরেও মেলে সংক্রমণ। তিনজনকেই পাঁশকুড়ার কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।

---করোনা আক্রান্ত খড়গপুর পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান। স্বাস্থ্য দফতর জানিয়েছে, পুর প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য শেখ হানিফ-সহ পাঁচবেড়িয়া এলাকার ৩ বাসিন্দার করোনা সংক্রমণ ধরা পড়ে। উপসর্গহীন হওয়ায়, তাঁদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।

---করোনায় মৃত্যু ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের।

--- রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়, রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষ প্রায় ৬২.৫৮%। জাতীয় হারের থেকে এ রাজ্যে করোনা মুক্তির হার বেশি বলেও বারবার দাবি করেছে রাজ্য প্রশাসন।

---গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৭২৮ জন। এর মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৯৩০ জন। আর ৯২১৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩১ জন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের মধ্যে ৬২.৫৮ শতাংশ সম্পূর্ণ সুস্থ।

---করোনায় সক্রিয় রোগীর সংখ্যা যেমন কমছে, তেমন টেস্টও চলছে সমানতালে। বর্তমানে রাজ্যে মোট করোনা টেস্টের ল্যাবের সংখ্যা ৪৯টি। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। শেষ ২৪ ঘণ্টায় করা হয়েছে ৯৪২৩ টেস্ট। এখনও পর্যন্ত রাজ্যে ৪ লক্ষ ২০ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্য়ে মাত্র ৩.৫০ শতাংশ নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।

---রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুতেই কমছে না। রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসের বলি হয়েছেন আরও ১১ জন। যার ফলে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫৮০।

---তবে, কলকাতার পরিস্থিতি এখনও চিন্তার কারণ প্রশাসনের। শহরে ৪ হাজার ৮১৫ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ ২ হাজার ৫৯৯ জন। মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। উত্তর ২৪ পরগনা জেলায় মোট আক্রান্তের সংখ্য়া ২১০১। আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে হাওড়া জেলা। সেখানে মোট আক্রান্ত ২ হাজার ১৯৪ জন। দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় আক্রান্তের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল