অ্যাপশহর

Mid Day Meal : ফের পুরুলিয়া​য় মিড ডে মিলের তথ্য অনুসন্ধানে কেন্দ্রীয় দল, কটাক্ষ তৃণমূলের

পুরুলিয়া​য় মিড ডে মিলের তথ্য খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল​।

হাইলাইটস

  • মিড ডে মিলের কাজ কেমন চলছে খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল পুরুলিয়ায়।
  • খাবারের গুণগত মান যাচাই করে দেখেন তাঁরা।
  • মিড ডে মিল খাওয়ার সময় ভাত বা তরকারি পুনরায় চাইতে গেলে তা দেওয়া হয় কি না, ডিম ঠিক মতো দেওয়া হয় কি না জানতে চান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যগন।
Purulia News : মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্প ঘিরে নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যে এই প্রকল্পের তথ্য অনুসন্ধানে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল (Central Delegation Team)। সেই তথ্য সন্ধানে আজ শনিবার পুরুলিয়া জেলায় বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিল কেমন চলছে তা সরেজমিনে খতিয়ে দেখতে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Delegation Team)। শনিবার সকালে পুরুলিয়া (Purulia) জেলায় আসার পরে তারা দুটি দলে বিভক্ত হয়ে রঘুনাথপুর (Raghunathpur) এলাকার ও নিতুরিয়া এলাকার কয়েকটি বিদ্যালয়ে মিড ডে মিল কেমন চলছে তা খতিয়ে দেখেন। তারা যান নিতুড়িয়া কুঠিবাড়ি প্রাথমিক বিদ্যালয়, নিতুড়িয়া প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর উচ্চতর প্রাথমিক বিদ্যালয় প্রভৃতি বিদ্যালয়ে। খাবারের গুণগত মান যাচাই করে দেখেন তারা। কথা বলেন রাঁধুনীদের সঙ্গেও।
Midday Meal Scheme : পড়ুয়াদের পুষ্টিতে নজর, ভাত-ডাল-সবজি খুদেদের পাশে বসে খেলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা
রঘুনাথপুর (Raghunathpur) উচ্চতর বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার সময় ভাত বা তরকারি পুনরায় চাইতে গেলে তা দেওয়া হয় কি না, ডিম ঠিক মতো দেওয়া হয় কি না জানতে চান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যগন। ঘাড় নেড়ে সম্মতি জানায় পড়ুয়ারাও। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা অভিভাবকের কাছ থেকেও জানতে চান যে তাদের সন্তানদের ঠিকমতন খাবার দেওয়া হয় কি না। এই বিষয়ে সুতপা বন্দোপাধ্যায় নামে এক অভিভাবক বলেন, “আমরাও যেন মাঝে মধ্যে বিদ্যালয়ে এসে রাঁধুনিরা পরিচ্ছন্ন আছেন কি না, নখ কেটেছেন কি না সেই সমস্ত বিষয় খতিয়ে দেখি, আমাদেরকে বলে গিয়েছেন কেন্দ্রীয় দলের সদস্যরা”। নিতুড়িয়া কুঠিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক এই বিষয়ে জানান, “আমার কাছে এই বিদ্যালয়ের মিড ডে মিলের কাঁচামাল রাখার জায়গাটি দেখতে চান কেন্দ্রীয় দলের সদস্যরা।

Midday Meal Scheme : আবাসের পর মিড ডে মিল, অভিযোগ খতিয়ে দেখতে মালদায় হাজির কেন্দ্রীয় দল
আমি তাঁদের নিয়ে গিয়ে দেখাই। তাঁরা জায়গা ও কাঁচামাল দেখে সন্তুষ্ট হয়েছেন। শুধু তাই নয়, বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নিয়েও সদস্যরা আমাদের সঙ্গে আলোচনা করেছেন”। ওই শিক্ষক জানান, “শুধুমাত্র কেন্দ্রীয় দল আসার জন্য না, আমাদের এই বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারের মান বরাবরই যথেষ্ট ভালো। পড়ুয়াদের স্বাস্থের প্রতি আমাদের সবসময় নজর থাকে”। যদিও এই পরিদর্শন নিয়ে কটাক্ষ করেছেন রঘুনাথপুর পুরসভার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কাউন্সিলর প্রণব দেওঘরিয়া । তিনি বলেন, “রঘুনাথপুর পুরসভার রঘুনাথপুর উচ্চতর বালিকা বিদ্যালয় পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছেন বলে শুনলাম , এটা আর নতুন কিছু নয়। এই রাজ্যে নির্বাচন এলেই কেন্দ্রীয় প্রতিনিধি দল উন্নয়নের কাজ পরিদর্শনে আসেন। সামনেই যেহেতু পঞ্চায়েত নির্বাচন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ কর্ম পরিদর্শনে এসেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আমাদের জেলা থেকে তাঁরা কোনোরকম নেতিবাচক দিক তুলে ধরতে পারবেন না”।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর