অ্যাপশহর

Raiganj Toll Plaza : রায়গঞ্জের টোল প্লাজা নিয়ে ফের ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি বাস মালিকদের

নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ টোল প্লাজা। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল বালুরঘাট বাস অ্যাসোসিয়েশন।

Produced byসুমন মাঝি | Lipi 1 Mar 2023, 10:53 pm

হাইলাইটস

  • যান চলাচল ব্যবস্থার উন্নতি সাধনেই বসানো হয়েছে টোল।
  • সেই টোল প্লাজা কাল হয়ে দাঁড়িয়েছে বাস মালিকদের।
  • অভিযোগ, টোল প্লাজার জন্য অযথা 'হয়রানির' শিকার হতে হচ্ছে।
EiSamay.Com ​Raiganj Toll Plaza
রায়গঞ্জের টোল প্লাজা নিয়ে ক্ষোভ বাস মালিকদের
West Bengal News : যান চলাচল ব্যবস্থার উন্নতি সাধনেই বসানো হয়েছে টোল। অথচ, সেই টোল প্লাজা কাল হয়ে দাঁড়িয়েছে বাস মালিকদের জন্য। পানিশালাতে টোল প্লাজার জন্য অযথা 'হয়রানির' শিকার হতে হচ্ছে, এমনটাই অভিযোগ বালুরঘাট বাস স্ট্যান্ডের বাস ওনার্স অ্যাসোসিয়েশনের। দুই দিনাজপুরের বাস মালিকদের সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি তাঁদের।
আগামী দিনে টোল প্লাজার হয়রানি বন্ধ না হলে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে বাস মালিকরা বলে জানানো হয়। অভিযোগ, আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ করে টোল প্লাজা শুরু হয়েছে। সেই টোল প্লাজা হওয়ার পর থেকে বিপাকে বাস মালিকরা।

Nandigram : মধ্যরাতে দাউ দাউ করে জ্বলে উঠল বাস, আতঙ্ক নন্দীগ্রাম জুড়ে
বিনা কারণে বাস মালিকদের হয়রানির মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ। অযথা কারণে বাস মালিকদের জরিমানা করা হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের। যা নিয়ে অতিষ্ঠ বাস মালিকরা।

মূলত দুই দিনাজপুরের বাস মালিকরা এই সমস্যায় ভুগছে বিগত এক মাস ধরে বলে জানিয়েছেন বাস মালিক সংগঠনের সদস্যরা। বুধবার বালুরঘাট বাস স্ট্যান্ডে বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সাংবাদিক বৈঠক করে এর প্রতিবাদ জানিয়েছেন বাস মালিকরা।

অভিযোগ, টোল প্লাজা শুরু হওয়ার আগে কোনও ধরনের ঘোষণা কিংবা বাস মালিকদের সঙ্গে আলোচনা না করেই গত ২৮ জানুয়ারি থেকে উত্তর দিনাজপুর জেলার পানিশালাতে টোল প্লাজা শুরু করে। আর এই টোল প্লাজাতে অতিরিক্ত পরিমাণে কর ধার্য করা হচ্ছে বলে বাস মালিকদের অভিযোগ। এমনকি বাস কর্মীদেরকে মারধর পর্যন্ত করা হচ্ছে।

L238 Bus : গতিতে হিট L238 এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে, বড় ঘোষণা বাস মালিকদের
বালুরঘাট বাস মালিকদের পক্ষ থেকে জানা যায় বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবিলম্বে সমস্যা সমাধান না হলে আগামী দিনে জেলা বাস মালিকদের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলন নামবেন বলে জানিয়েছেন বালুরঘাট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী।

মানস চৌধুরী বলেন, "আমাদের সঙ্গে কোনও আলোচনা না করে টোল প্লাজা চালু করে দেওয়া হল। অথচ, টোল চালু হওয়ার পর থেকেই দাদাগিরি করা হচ্ছে। অন্যায্য ভাবে বাস চালকদের হয়রানি করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এর আমরা প্রতিবাদ জানাচ্ছি।"

Kolkata Bus Route: সরকারি শর্তের নাগপাশে মৃত্যু পথযাত্রী ৩ নম্বর বাস রুট, সংকটে বাস মালিক-কর্মী
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি রায়গঞ্জ টোল প্লাজায় কর্মীদের সঙ্গে বাস মালিক পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবাদে পরের দিন রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলাজুড়ে বেসরকারি বাস, মিনিবাস, ছোট গাড়ি সবই বন্ধ থাকে। এই টোল প্লাজা নিয়ে আন্দোলন শুরু করল বালুরঘাটের বাস মালিকরাও।
লেখকের সম্পর্কে জানুন
সুমন মাঝি
ডিজিটাল মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পার করেছেন সুমন। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ, বিদেশ, উত্তর-পূর্ব ভারতের পাশাপশি বাংলাদেশের খবর এই সময় ডিজিটালের পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্য ঘটনা পাঠকদের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য। কঠোর পরিশ্রমই, যে সফলতার একমাত্র পথ এই ফর্মুলায় বিশ্বাস করে সুমন। সিনিয়রদের থেকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করে চলেছেন। নিউজ পোর্টালের হাত ধরে পথচলা শুরু, বর্তমানে এই সময় ডিজিটালে কর্মরত‌। কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে খুব ভালোবাসে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।... আরও পড়ুন

পরের খবর