অ্যাপশহর

Bomb Scare: বালুরঘাটে বোমাতঙ্ক, বাসস্ট্যান্ডে পরিত্যক্ত ৪টি ব্যাগ ঘিরে চাঞ্চল্য

বাসস্ট্যান্ডে পড়ে থাকা চার ব্যাগ থেকে ছড়ায় বোমাতঙ্ক। পুলিশ এসে খতিয়ে দেখে কী আছে ওই ব্যাগে।

Produced byএলিনা দত্ত | Lipi 2 Mar 2023, 9:59 am
West Bengal Local News: বালুরঘাটে সরকারি বাস স্ট্যান্ডে বোমাতঙ্ক। বাস স্ট্যান্ডে পড়ে থাকা চার পরিত্যক্ত ব্যাগ থেকে ছড়ায় আতঙ্ক। দীর্ঘক্ষণ ধরে ব্যাগগুলি একই জায়গায় পড়ে থাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশে।
EiSamay.Com Balurghat Bus Stand.


জানা গিয়েছে, বুধবার সকাল থেকে বালুরঘাটে সরকারি বাস স্ট্যান্ডের সামনে পড়ে ছিল চারটি সন্দেহজনক ব্যাগ। রাত হয়ে গেলেও সেই ব্যাগ একই জায়গায় পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন, বাসে যাওয়ার জন্যই কেউ ব্যাগগুলো হয়তো ওই জায়গায় রেখেছে। কিন্তু, রাতেও সেই ব্যাগ গুলি একই জায়গায় পড়ে থাকতে দেখে আতঙ্ক তৈরি হয়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড চত্বরে। এদিকে ব্যাগের বিষয়টি জানতে পেরে গভীর রাতেই ওই এলাকায় যায় বালুরঘাট থানার পুলিশ৷ পরে পুলিশ ব্যাগ গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ পুলিশ সূত্রে খবর, ব্যাগগুলি থেকে অপ্রীতিকর কোনও সামগ্রী মেলেনি। তবে ব্যাগের চেন খুলতে ভিতর থেকে বেরিয়ে আসে জামা কাপড় ও কিছু প্লাস্টিক ব্যাগ৷

Raiganj Toll Plaza : রায়গঞ্জের টোল প্লাজা নিয়ে ফের ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি বাস মালিকদের

প্রসঙ্গত, বালুরঘাট নারায়ণপুর এলাকায় অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাস স্ট্যান্ড। দূর দূরান্তের রুটের বাস এখান থেকে চলাচল করে বলে সরকারি বাসস্ট্যান্ডে ভিড় সবসময় লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যায়, পরিযায়ী শ্রমিকরা বাসস্ট্যান্ডের সামনে ব্যাগপত্র রেখে দানা-পানির সন্ধানে যান। বৃহস্পতিবা সকাল থেকে বাসস্ট্যান্ডের সামনে চারটি ব্যাগ একজায়গায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা।
প্রথমের দিকে ভেবেছিলেন ভুল করে কেউ হয়তো ব্যাগগুলো ওখানে রেখেছে বা পরিযায়ী শ্রমিকদের কারও ব্যাগ। কিন্তু, সেই ব্যাগ গুলি রাত দশটা পর্যন্ত একই জায়গায় পড়ে থাকতে দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সরকারি বাস স্ট্যান্ড চত্বরে।

Balurghat News: দাম্পত্য কলহের পর বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মঘাতী হওয়ার চেষ্টা স্ত্রীয়ের

বোমাতঙ্কের আতঙ্কে অনেকে আবার ব্যাগের আশেপাশে যেতে চাননি কেউই। পরে পুলিশ খবর পেয়ে ঘটনস্থলে এসে ব্যাগগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে ওই জায়গায় ব্যাগগুলি রেখেছিল তা খুঁজে দেখছে বালুরঘাট থানার পুলিশ। ব্যাগ মালিকের সন্ধান পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখাল হচ্ছে।

Gas Cylinder Blast : রান্নার গ্যাস চেক করতে গিয়ে বিপত্তি! অগ্নিদ্বগ্ধ ডেলিভারি বয় সহ ৩

অন্যদিকে, বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বাসস্ট্যান্ডের সামনে ব্যাগগুলো পড়ে থাকার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান তারা। পরে ব্যাগ গুলি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে ভেতরে সন্দেহজনক কোন কিছু পাওয়া যায়নি। কে বা কারা ব্যাগগুলো রেখে গেছিল তা খুঁজে দেখা হচ্ছে।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর