অ্যাপশহর

বীরভূমে বিজেপিতে ভাঙন, সদলবলে তৃণমূলে রামপুরহাটের যুব মোর্চা নেতা

রামপুরহাট পুর সভার ১৫ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলায় কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। মন্ত্রী ছাড়াও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আব্দুর রেকিব প্রমুখ।

EiSamay.Com 19 Dec 2019, 4:28 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বীরভূমে বড়সড় ভাঙন ধরল ভারতীয় জনতা পার্টিতে। বুধবার রামপুরহাট শহরের বিজেপি যুব মোর্চা নেতা অভিজিত্‍‌ বীরবংশী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁর সঙ্গেই বিজেপির ৮০ জন কর্মী গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে নাম লিখিয়েছেন।
EiSamay.Com TMC-PTI


রামপুরহাট পুর সভার ১৫ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলায় কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। মন্ত্রী ছাড়াও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আব্দুর রেকিব প্রমুখ।

দল বদলের পর অভিজিত্‍ বীরবংশী জানান, মুখ্যামন্ত্রীর উন্নয়নে শরিক হতেই তিনি দল বদল করেছেন। পাশাপাশি এনআরসি ও সিএএ-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতিতে তাঁর যে সায় নেই, তা-ও স্পষ্ট করেন।

নীতীশ 'নিরুদ্দেশ', পোস্টার পড়ল পটনায়

বিজেপির জেলা সহ-সভাপতি শুভাশিস চৌধুরী এ প্রসঙ্গে বলেন, শাসকদল ওঁকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করতে বাধ্য করেছে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল