অ্যাপশহর

লোকালয়ে বাইসন, লক ডাউনের মধ্যে হুজুগে রাস্তায় ভিড় জনতার

বেশ কয়েকটি বাড়ি এবং মোটরসাইকেল ভেঙে দেয় ক্ষিপ্ত বাইসনটি। বাইসনকে দেখতে বহু মানুষ লকডাউন ভেঙে রাস্তায় চলে আসে। সন্ধ্যায় বাইসনটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

EiSamay.Com 27 Mar 2020, 5:32 am
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্য জুড়ে করোনা আতঙ্কের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকেই ফালাকাটার লোকালয়ে তাণ্ডব শুরু করে একটি বাইসন। এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ ফালাকাটার বৈরাগী টারির বাসিন্দারা ওই বাইসনকে একেবারে লোকালয়ের মধ্যে দেখতে পেয়ে প্রাণ ভয়ে পালাতে শুরু করেন। ইতিমধ্যেই বনকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও আতঙ্কিত মানুষজন দিশেহারা হয়ে ছুটতে শুরু করেন। তার আগে ফালাকাটার বড়ডোবা এলাকায় একটি ঘর ও বাইক ভেঙে দেয় ক্ষিপ্ত বাইসনটি। শিংয়ের গুঁতোয় জখম করে একটি গরুকে। বনকর্মীরা ওই বাইসনটিকে বাগে আনতে বেলা একটা নাগাদ ঘুমপাড়ানি গুলি ছোড়েন। খানিকটা কাবু হয়ে ওই বাইসন টলতে টলতে ফালাকাটার কলেজপাড়া এলাকায় ঢুকে পড়ে। তার পর এশিয়ান হাইওয়ে পার করে চলে যায় রেল স্টেশন এলাকায়। বিকেল পর্যন্ত পিছু ধাওয়া করে ওই দামাল বাইসনকে বাগে আনতে পারেননি দলগাঁও রেঞ্জের বনকর্মীরা।
EiSamay.Com bison 1


বাইসনকে একবার চাক্ষুষ করার উৎসাহে ভেঙে খানখান হয়ে যায় লকডাউনের স্তব্ধতা। বড়ডোবা, পশ্চিম ফালাকাটা, কলেজডাঙা থেকে শুরু করে কলেজপাড়া ও স্টেশনপাড়া এলাকায় মানুষের ঢল নামে। জনতার ভিড় আর বাইসনের আতঙ্কে পিছু হটতে বাধ্য হন পুলিশকর্মীরা। শেষ পর্যন্ত সন্ধের আগে বিকেল পাঁচটা নাগাদ ওই বাইসনটিকে বাগে আনতে না পেরে নাকাল বনকর্মীরা দ্বিতীয় বারের জন্যে ঘুমপাড়ানি গুলি ছুঁড়তে বাধ্য হন। তাতেই শেষমেশ কাবু হয়ে মাটিতে লুটিয়ে পড়ে দিনভর ত্রাস ছড়ানো ওই বাইসন। তবে জলদাপাড়া জাতীয় উদ্যান নাকি পাতলাখাওয়ার রসমতি বনাঞ্চল থেকে পথ ভুল করে বাইসনটি ফালাকাটার লোকালয়ে চলে এসেছিল, তা নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেননি বনকর্তারা। সন্ধে সাড়ে ৬টা নাগাদ জ্ঞান ফিরে আসার পর সুস্থ ভাবে বাইসনটিকে জলদাপাড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে ওই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ বনকর্তারা। জলদাপাড়া বনবিভাগের ডিএফও কুমার বিমল বলেন, 'করোনার সংক্রমণকে উপেক্ষা করে যে ভাবে হাজার হাজার মানুষ দিনভর ফালাকাটায় নিয়মভঙ্গ করেছেন, তা অত্যন্ত অনভিপ্রেত কাজ। যে ভাবে অসহায় বন্যপ্রাণীটিকে নাগালে পেয়ে মানুষ তাড়া করে বেরিয়েছেন, যদি প্রাণ ভয়ে বাইসনটি উল্টো তাড়া করত, তবে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। মানুষের এই আচরণ কিছুতেই মানা যায় না।'

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল