অ্যাপশহর

উত্তরে কোভিড আতঙ্ক বাড়িয়ে করোনায় মৃত বালুরঘাটের চিকিৎসক

উত্তরে ছড়াচ্ছে কোভিড আতঙ্ক। রায়গঞ্জে একের পর এক শিশু মৃত্যুর মাঝে বালিগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হল এক চিকিৎসকের। প্রথমে আইসোলেশনে বাড়িতে থাকলেও পরে অবস্থার অবনতি হয়...

Lipi 9 Nov 2021, 1:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে ফের মৃত্যু হল এক চিকিৎসকের। গতকাল রাতে বালুরঘাট কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বালুরঘাট হাসপাতালের চিকিৎসক কৌশিক ঘোষ। মৃত্যুকালে ওই চিকিৎসকের বয়স হয়েছিল ৫৯ বছর। বাড়ি বোলপুরে হলেও তিনি দীর্ঘদিন ধরেই বালুরঘাটের বাসিন্দা।
EiSamay.Com ce5d22dd-76d4-4a25-a8c5-eac5b874f233


জানা গিয়েছে, গত ৪ নভেম্বর ডঃ কৌশিকের কোভিড সংক্রমণ ধরা পড়ে। প্রথমে তিনি হোম আইসোলেশনে ছিলেন ৷ কিন্তু, সোমবার দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় চিকিৎসক কৌশিক ঘোষের। সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় বালুরঘাট কোভিড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

নিত্যযাত্রীদের চা চাখিয়ে নিজের ব্র্যান্ড তৈরি করছেন এমএ পাশ 'চা-ওয়ালি'

বালুরঘাট হাসপাতালে মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন ডঃ কৌশিক ঘোষ ৷ এদিকে চিকিৎসকের মৃত্যুতে মঙ্গলবার সকাল থেকে বালুরঘাট হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ডাক্তারদের চেম্বার বন্ধ রাখা হয়েছে ৷ কোন ডাক্তার আজ প্রাইভেটে রোগী দেখছেন না। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে।

অন্যদিকে, কালীপুজো পার হতেই দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিন অনুযায়ী, জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন, সুস্থ হয়েছেন ১৫ জন এবং মোট মৃত্যু ১৭১ জন। করোনা সংক্রমণ রুখতে বেশ কিছু এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এদিকে বালুরঘাট হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ডাক্তারের চেম্বার বন্ধ থাকার ফলে ব্যাপক হয়রানির মুখের রোগী ও রোগীর পরিজনরা। দূর দুরান্ত থেকে এসে চিকিৎসা না করাতে পেরে খালি হাতে ফিরে যেতে হচ্ছে রোগীদের।

কি-বোর্ডে অভ্যস্ত হাতে গতি হারিয়েছে কলম

অন্যদিকে, বাংলার কোভিড গ্রাফে খানিক হলেও উন্নতি। কিছুটা হলেও কমল সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০৩ জন। যা নিয়ে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৯৯ হাজার ৯১। এদিন রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ১৪। বর্তমানে মৃত্যুর হার ৯৮.৩০ শতাংশ। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৭ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। রাজ্যে সংক্রমণের শীর্ষে এখনও কলকাতাই। এদিন কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল