অ্যাপশহর

হাতিমৃত্যুর পর বসল নতুন বিদ্যুতের খুঁটি

মঙ্গলবার গভীর রাতে এই গ্রামেই ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু হয়। ঘটনায় গ্রামবাসীরা বিদ্যুৎ ও বন দপ্তরের চূড়ান্ত গাফিলতির দিকে আঙুল তুলেছিলেন।

EiSamay.Com 12 Jul 2019, 4:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিনটি হাতির মৃত্যুর পর যেন টনক নড়ল বিদ্যুৎ দপ্তরের। নতুন বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে ঝাড়গ্রাম ডিভিশনের শিলদা রেঞ্জের সাতবাঁকি গ্রামে।
EiSamay.Com 846892-elephant-dnaindia


মঙ্গলবার গভীর রাতে এই গ্রামেই ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যু হয়। ঘটনায় গ্রামবাসীরা বিদ্যুৎ ও বন দপ্তরের চূড়ান্ত গাফিলতির দিকে আঙুল তুলেছিলেন। বৃহস্পতিবার সাতবাঁকি গ্রামের বাসিন্দা শম্ভু মাহাতো বলেন,‘বারবার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি এত দিন। তিনটি হাতি ঠাকুর মারা যাওয়ার পর ঘুম ভেঙেছে প্রশাসনের। আজ সকাল থেকেই কাজ শুরু করেছে জোর কদমে। নতুন বিদ্যুতের খুঁটিও বসানো হয়েছে। ২০১১ সালে কাজের পর ফের এ দিন ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের কাজ হল।’

গ্রামের বাসিন্দা জয়ন্ত মাহাতো, মিতালী মাহাতো, ধীমান মাহাতোদের আক্ষেপ, ‘গত চার মাস ধরে বিদ্যুৎ দপ্তরকে বারবার বলা হয়েছে। বিদ্যুৎ দপ্তর আজ যা করল, তা আগে করলে অন্তত তিনটি অবলা প্রাণী মারা যেত না।’ গ্রামের প্রধান পুরোহিত অরুণ পূজারি বলেন, ‘যেহেতু আমাদের গ্রামেই এরকম একটা অঘটন ঘটেছে, তাই আজ রাতে সকলে মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে কী ভাবে হাতি ঠাকুরের জন্য পূজার্চনা করা যায়।’

দুর্ঘটনার পর বাকি ১৭টি হাতি সে রাতে মালাবতীর জঙ্গলের দিকে চলে গিয়েছিল। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হেলোইচ্চি বলেন, ‘ওই দলে থাকা বাকি হাতিগুলি ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। বিদ্যুৎ দপ্তরকে আমরা লিখিত জানিয়েছি, হাতির করিডর এলাকাগুলিতে বিপজ্জনক ভাবে বিদ্যুতের তার যেন ঝুলে না থাকে। যে উচ্চতায় বিদ্যুতের তার থাকে, তাতে তা হাতির গায়ে লাগে না।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল