অ্যাপশহর

সুরক্ষা অধরা, নজরদার ক্যামেরা নেই বেশিরভাগ বাসেই

‘মহিলাদের সুরক্ষার কোনও ব্যবস্থাই নেই৷ গড়িয়ার দু’টি বাসস্ট্যান্ড থেকে সল্টলেক বা হাওড়াগামী বহু বাস ছাড়ছে প্রতিদিন৷ কয়েকটি হাতে গোনা নতুন সরকারি বাস ছাড়া কোনও বাসেই সিসিটিভি -র ব্যবস্থা নেই৷ ’

EiSamay.Com 9 Jan 2017, 1:37 pm
এই সময় : যাত্রী সুরক্ষা বিশেষত মহিলাদের সুরক্ষার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল , সমস্ত গাড়িতে সিসিটিভি এবং জিপিএস ব্যবহার বাধ্যতামূলক৷ ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া -কাণ্ডের পরে রায়ের ভিত্তিতে কেন্দ্র গত বছর একটি বিজ্ঞন্তি জারি করে৷ বলা হয় , ২৩ বা তার বেশি সংখ্যক যাত্রী বহনে সক্ষম এমন পরিবহণে সিসিটিভি ক্যামেরা , জিপিএস , প্যানিক বাটন --- সব কিছুর ব্যবস্থা রাখতে হবে৷ সেই নির্দেশ কি কার্যকর করেছে কলকাতা ? সরকারি , বেসরকারি মিলিয়ে কয়েক হাজার যাত্রিবাহী বাস প্রতিদিন শহরে যাতায়াত করছে৷ তাতে বহু সংখ্যক মহিলা নিত্য যাতায়াত করেন৷ গড়িয়া , যাদবপুর , টালিগঞ্জ , ধর্মতলা , শ্যামবাজার সব জায়গাতেই কিন্ত্ত পাওয়া গেল উল্টো ছবি৷ প্রায় দেড়শো বাসের চিত্র খানিকটা একই৷ গুটিকয়েক সরকারি এবং বেসরকারি ভলভো ছাড়া কোনও বাসেই এমন কোনও ব্যবস্থা দেখা গেল না৷
EiSamay.Com no security and no cctv camera in bus
সুরক্ষা অধরা, নজরদার ক্যামেরা নেই বেশিরভাগ বাসেই


অথচ বৃহস্পতিবারই চিনার পার্কে চলন্ত বাসে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে পাঁচ তরুণের বিরুদ্ধে৷ আইনজীবীদের মতে , এই ধরনের ঘটনায় সাধারণত উপযুক্ত প্রমাণের অভাবে দোষীরা জামিন পেয়ে যায়৷ অথচ ওই বাসে যদি সিসিটিভি ক্যামেরা থাকত , তা হলে সেই ক্যামেরাবন্দি ফুটেজ অনেকটাই কাজে আসত পুলিশি তদন্তে৷ বাসের ভিতর কী হচ্ছে , তা সহজেই চালকেরও গোচরে চলে আসার কথা৷ চিনার পার্কের ঘটনায় বাসের চালক বলেছেন , মহিলার চিত্কার তাঁর কানে আসেনি৷

নিত্য বাঁশদ্রোণী থেকে বেলেঘাটা অফিসে যান রিয়া ভট্টাচার্য৷ তিনি বলেন , ‘মহিলাদের সুরক্ষার কোনও ব্যবস্থাই নেই৷ গড়িয়ার দু’টি বাসস্ট্যান্ড থেকে সল্টলেক বা হাওড়াগামী বহু বাস ছাড়ছে প্রতিদিন৷ কয়েকটি হাতে গোনা নতুন সরকারি বাস ছাড়া কোনও বাসেই সিসিটিভি -র ব্যবস্থা নেই৷ ’ গড়িয়া থেকে হাওড়াগামী ই -সেভেন বাসের কন্ডাক্টর শঙ্কর বারুই বলেন , ‘বাস স্ট্যান্ডগুলিতে আলো , ছাউনির ব্যবস্থা কয়েক বছরে বেশ উন্নত হয়েছে৷ কিন্ত্ত নতুন বাস ছাড়া অন্য কোনও বাসে সিসিটিভি ক্যামেরা , জিপিএস , প্যানিক বাটন নেই৷ ’ মিনিবাস সংগঠনের পক্ষ থেকে অবশেষ দাঁ জানালেন , এইসব ব্যবস্থা কার্যকরী করার জন্য সরকারি আধিকারিকরা বেশ কয়েকবার মিটিং করলেও লাগানোর ব্যবস্থা কখনওই হয়নি৷ দেশপ্রিয় পার্ক থেকে সল্টলেক যাওয়ার বাস ধরেন উর্মিলা পোদ্দার৷

তিনি বলেন , ‘নতুন সরকারি বাসগুলিতে বসার ব্যবস্থা এবং সিসিটিভি সবই আছে৷ কিন্ত্ত যদি আমার রুটের বাস ধরতে না -পারি , সে দিন অনেক হ্যাপা করে অফিস যাই৷ ভুল করেও অন্য কোনও বাসে উঠি না৷ ভিড়ের ভয়ে৷ নিত্য যা সব ঘটনা ঘটছে !’শহরের ভিতরের বিভিন্ন রুটের এবং দূরপাল্লার কিছু সরকারি ও বেসরকারি বাস ছাড়া কোনও বাসেই এই ব্যবস্থাগুলি দেখা গেল না৷ এক বাসচালকের কথায় , ‘গাড়ির সার্ভিসিং ঠিক মতো হয় না৷ সিসিটিভি বসাবে কে? সরকারি উদ্যোগ ছাড়া আমরা কেন পয়সা খরচ করে সিসিটিভি লাগাতে যাব ?’ পরিবহণ বিভাগের এক আধিকারিক জানালেন , নতুন যে বাসগুলি কেনা হচ্ছে , সে সব বাসে সিসিটিভি এবং জিপিএস লাগানো থাকে৷ তবে সেগুলি যে সংখ্যায় বেশ কম , তা তিনি মেনে নিয়েছেন৷ তিনি আরও বলেন , যে পুরোনো বাসগুলিতে নতুন ভাবে সিসিটিভি এবং জিপিএস লাগানোর এখনই কোনও পরিকল্পনা নেই বিভাগের তরফ থেকে৷ ৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল