অ্যাপশহর

নারদ ঘুষ কাণ্ডে ১৩ অভিযুক্তর প্রাথমিক জেরা সাঙ্গ

নারদ ঘুষ-কাণ্ডে পুজোর আগেই অভিযুক্ত ১৩ জনকে প্রাথমিক জেরার কাজ সম্পূর্ণ করে ফেলল সিবিআই৷

EiSamay.Com 23 Sep 2017, 11:09 am
এই সময়: নারদ ঘুষ-কাণ্ডে পুজোর আগেই অভিযুক্ত ১৩ জনকে প্রাথমিক জেরার কাজ সম্পূর্ণ করে ফেলল সিবিআই৷ শুক্রবার নিজাম প্যালেসে সিবিআই দন্তরে হাজির হন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ প্রথম দফায় সব অভিযুক্তকেই জেরার প্রক্রিয়া শেষ হওয়ায় প্রয়োজনে আদালতে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রাথমিক রিপোর্টও জমা দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
EiSamay.Com narada scam ed registers case against 13 trinamool congress leaders
নারদ ঘুষ কাণ্ডে ১৩ অভিযুক্তর প্রাথমিক জেরা সাঙ্গ


আদালতের নির্দেশে নারদ তদন্তের দায়িত্ব নেওয়ার পর প্রথম জেরা করা হয়েছিল ব্যবসায়ীর ছদ্মবেশধারী নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলকে৷ তার পর ডাকা হয় পুলিশকর্তা এসএমএইচ মির্জাকে৷ তদন্তের শুরুর দিকে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদকেও ডেকে পাঠায় সিবিআই৷ এত জন অভিযুক্তের মধ্যে মাত্র দু’জনের বাড়ি গিয়ে তদন্তকারীরা তাঁদের বয়ান রেকর্ড করেন৷ এঁরা বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার এবং আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার৷ বাকিদের মধ্যে অধিকাংশই প্রথম নোটিসে সিবিআইয়ের কাছে হাজিরা দেননি৷ পরে ফের নোটিস পেয়ে আসেন৷ এ দিন যেমন তৃতীয় নোটিস পাওয়ার পর হাজির হন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী৷ একটি গাড়িতে চেপে সাকল ন ’টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে এসে ভিতরে গিয়ে লিফটে উঠে পড়েন৷ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারী অফিসারেরা৷ জানা গিয়েছে , প্রশ্ন করার পাশাপাশি শুভেন্দুকে ভিডিয়ো ফুটেজও দেখানো হয়৷ সিবিআই সূত্রে দাবি করা হয়েছে , টাকা নেওয়ার কথা অস্বীকার না করলেও তা নির্বাচনী কাজে ব্যবহার করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন সে সময়কার তৃণমূল সাংসদ৷ যদিও পাঁচ ঘণ্টা জেরা শেষে বাইরে বেরিয়ে শুভেন্দু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি৷ ঝটপট গাড়িতে উঠে বেরিয়ে যান৷

সিবিআই সূত্রের খবর , এত দিন ধরে অভিযুক্তদের জেরা করে গোয়েন্দারা যে তথ্য সংগ্রহ করেছেন , এ বার সে -সব খতিয়ে দেখার কাজ শুরু হবে৷ শুক্রবার এক সিবিআই কর্তা বলেন , ‘আমাদের প্রাথমিক তদন্তের কাজ শেষ৷ এর পর দ্বিতীয় ধাপের তদন্ত শুরু হবে৷ প্রয়োজনে আবার কথা বলা হবে নারদ নিউজের কর্ণধার ম্যাথুর সঙ্গেও৷ এর পর নির্বাচন কমিশন -সহ বিভিন্ন দন্তরে চিঠি দিয়েও কিছু তথ্য জানতে হবে৷ এ ছাড়া আদালতের কাছে আমরা এটাও জানাব যে , কোন কোন নেতা ভয়েস স্যাম্পল টেস্ট দিতে চেয়েছেন , আর কারা দিতে চাননি৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল