অ্যাপশহর

আগামী সপ্তাহেই জেরা শুরু

কার পর কে? তৃণমূলের অন্দরে আপাতত ঘুরছে এই প্রশ্নটাই৷ তবে নারদ তদন্তে এগনোর ছক মোটামুটি ঠিক করে ফেলেছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷

EiSamay.Com 19 Apr 2017, 8:49 am
এই সময় : কার পর কে? তৃণমূলের অন্দরে আপাতত ঘুরছে এই প্রশ্নটাই৷ তবে নারদ তদন্তে এগনোর ছক মোটামুটি ঠিক করে ফেলেছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ ইতিমধ্যেই হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়া পর কলকাতায় তাদের বিশেষ আদালতে এফআইআরের বিষয়ে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ তার পরেই শুরু হবে অভিযুক্তদের ডেকে পাঠানোর কাজ৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই নোটিস পাঠিয়ে জেরায় ডাকা হবে অভিযুক্তদের৷
EiSamay.Com mukul roy talks to reporters for narada scam investigation
আগামী সপ্তাহেই জেরা শুরু


ডাকা হতে পারে নারদ নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েল এবং তৃণমূলের সাংসদ তথা অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিংকেও৷ সিবিআই সূত্রের খবর , আদালতের নির্দেশ পাওয়ার পর প্রায় একমাস সময় হাতে পাওয়ায় তদন্তের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে৷ ফুটেজে যাঁরা যে বক্তব্য পেশ করেছেন এবং টাকা নেওয়ার সময় বিভিন্ন কথা বলেছেন তা অনুবাদ করেও রাখা হয়েছে৷ সেই অনুযায়ী তৈরি করা হয়েছে প্রশ্নমালা৷ তবে এফআইআরে যাঁদের নাম প্রথম দিকে আছে তাঁদের , নাকি পরে যাঁরা রয়েছেন তাঁদের আগে ডাকা হবে সেই ক্রমপর্যায় তৈরি নিয়েই মূলত আলোচনা চলছে৷ মঙ্গলবার এক সিবিআই কর্তা জানান , ‘আমাদের এফআইআরে ১৩ জনের বাইরে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের কথা বলা রয়েছে৷ ফলে তদন্ত এগনোর সঙ্গে সঙ্গে তাঁদেরও ডেকে পাঠানো হবে৷ যদি দেখা যায় টাকা নেওয়ার ঘটনায় তাঁরা যুক্ত, তবে প্রয়োজনে তাঁদেরও গ্রেপ্তার করা হতে পারে৷ ’

যাঁদের ছবি ফুটেজে দেখা গিয়েছে তার বাইরে কাদের ডাকা হতে পারে এমন সম্ভাব্য আরও প্রায় দশজনের নাম ওই তালিকায় রাখা হয়েছে৷ এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েটও রয়েছেন৷ আপাতত অবশ্য অভিযুক্তদের প্রথমে ডাকা হতে পারে বলে সিবিআই সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর , বিভিন্ন রাজ্য থেকে বাছাই করা বেশ কয়েকজন অফিসারকে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে৷ সিবিআইয়ের দুর্নীতিদমন শাখা মূলত এই তদন্ত পরিচালনা করবে৷ দু-একদিনের মধ্যেই দিল্লি থেকে তদন্তকারী অফিসারেরা এসে কাজ শুরু করবেন৷ তাঁদের সাহায্য করবেন কলকাতার অফিসারেরা৷ তদন্তকারীদের বক্তব্য , এই মামলায় অভিযুক্তদেরই প্রমাণ করতে হবে তাঁরা কোনও দোষ করেননি৷ কারণ , আদালত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ফুটেজ দেখানো হয়েছে তা ১০০ % খাঁটি৷ ফলে নতুন করে খুব বেশি নথি সংগ্রহ করার প্রয়োজন নেই৷ শুধু মাত্র নিজেদের বয়ানে অভিযুক্তরা কী বলেন তার উপরেই মামলার ভাগ্য অনেকটা নিয়ন্ত্রিত হবে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল