অ্যাপশহর

মোর্চার তাণ্ডবে মন্ত্রীকে ফিরতে হল মাঝপথে

ঠুঁটো পু্লিশের সামনে শেষপর্যন্ত পাহাড়ে ঢুকতে পারলেন না পর্যটনমন্ত্রী গৌতম দেব৷ মোর্চার বাধায় তাঁকে রাস্তা থেকেই ফিরতে হল৷

EiSamay.Com 14 Jul 2017, 11:24 am
এই সময়, শিলিগুড়ি: যথেচ্ছ তাণ্ডবই এখন পাহাড়ের রোজনামচা৷ কার্যত ঠুঁটো পু্লিশের সামনে শেষপর্যন্ত পাহাড়ে ঢুকতে পারলেন না পর্যটনমন্ত্রী গৌতম দেব৷ মোর্চার বাধায় তাঁকে রাস্তা থেকেই ফিরতে হল৷ নেপালি কবি ভানুভক্তের জন্মজয়ন্তী পালনে বৃহস্পতিবার পানিঘাটায় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অনুষ্ঠানে যাচ্ছিলেন গৌতম৷ সঙ্গে প্রচুর পুলিশ, সরকারি আধিকারিক, সাংস্কৃতিক কর্মী থাকলেও তিনি মোর্চার বাধায় আটকে পড়েন৷ পুলিশের সামনেই পাথর ফেলে, টায়ার জ্বালিয়ে কয়েকশো মোর্চা সমর্থক পথ অবরোধ করে৷ সংঘাতে না-গিয়ে রাস্তাতেই কোনও রকমে টেবিল-চেয়ার পেতে ভানুভক্তের গলায় মালা দিয়ে মন্ত্রী চলে যান কদমা মোড়ে৷
EiSamay.Com minister forced to return midway due to gjm protests
মোর্চার তাণ্ডবে মন্ত্রীকে ফিরতে হল মাঝপথে


সেখানে ফের টেবিল পেতে অনুষ্ঠানের আয়োজন হতেই মোর্চা সমর্থকেরা জড়ো হয়ে যাওয়ায় চলে যেতে হয় মন্ত্রীকে৷ শেষপর্যন্ত শিলিগুড়ির কাছে ত্রিহানা চা-বাগানে মোটামুটি ভাবে ভানুভক্তের জন্মজয়ন্তী পালন করেন তিনি৷ দিনভর এমন হেনস্থায় ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী বলেন, ‘এই কি গণতান্ত্রিক আন্দোলনের নমুনা? একজন মন্ত্রীকে সরকারি অনুষ্ঠান করতে বাধা দেওয়া হল! কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন মদতেই মোর্চা এতটা বেপরোয়া হয়ে গিয়েছে৷’

মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি অবশ্য বলেন, ‘পানিঘাটার ঘটনায় আমাদের লোকেরা জড়িত নন৷’ ১০ জুন রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং থেকে নেমে আসার পরে এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রী পাহাড়ে ঢোকার চেষ্টা করেছিলেন৷ দার্জিলিংয়ের জেলাশাসক জয়সী দাশগুন্ত বলেছেন, ‘মোর্চার ডাকা বন্ধে সরকারি ক্ষতির পরিমাণ ৭ কোটি টাকা৷’

তিনি নিরাপদে শিলিগুড়ি ফিরে এলেও ক্ষিপ্ত মোর্চা কর্মীরা পরে পানিঘাটা রোডে কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করে৷ পানিঘাটা থানাতেও ঢিল-পাটকেল ছোড়ে৷ গোর্খাল্যান্ড মুভমেন্ট কো-অর্ডিনেশন কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক কল্যাণ দেওয়ান বুধবারই স্বীকার করেছিলেন যে আন্দোলনে নিয়ন্ত্রণ রাখা যাচ্ছে না৷ বুধবার রাতে গোটা পাহাড় তার নমুনা টের পেল৷ দার্জিলিংয়ে ম্যালের কাছে পর্যটন দন্তরের লাইব্রেরি, তিস্তাবাজারে বন দন্তরের অফিস, কর্মীদের কোয়ার্টার, বিজনবাড়ি ও ধোতরেতে বন বাংলো, গয়াবাড়িতে টয় ট্রেনের স্টেশন পোড়ানো হয়েছে৷ কালিম্পংয়ে আগুন ধরানো হয়েছে তামাং উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সঞ্জয় তামাংয়ের বাড়ি৷ বৃহস্পতিবার সকালে তিস্তাবাজারে সিকিমগামী ১০টি ট্রাক ভাঙচুর করা হয়৷ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাতেও দায়িত্ব অস্বীকার করেছে মোর্চা৷

পাহাড়ে সরকার না-পারলেও বিধানসভায় ভানুভক্তের জন্মদিন পালিত হয়৷ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রী লিডার অফ দ্য হাউস৷ তিনি আলোচনায় বসার আবেদন জানিয়েছেন৷ বিধানসভায় যে তিনজন পাহাড় থেকে নির্বাচিত হয়ে এসেছেন তাঁদের কাছে আবেদন, আপনারা মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আলোচনায় বসুন৷’

গোর্খাল্যান্ড মুভমেন্ট কমিটির উদ্যোগে দার্জিলিংয়ের ম্যালে ভানুভক্তের জন্মজয়ন্তী অনুষ্ঠানে পূর্ব ঘোষণা মতোই রাজ্য সরকারের দেওয়া ভানুভক্ত পুরস্কার ফিরিয়ে দেন প্রভাত প্রধান, কৃষ্ণ মোক্তান এবং কর্মা ইয়েনজন৷ প্রভাত প্রধান বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না৷’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল