অ্যাপশহর

Student Credit Card: স্টুডেন্ট ক্রেডিট কার্ড না পাওয়ায় অবসাদ! চন্দ্রকোণায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরীর

টাকার (Money) অভাবে মাঝ পথে বন্ধ হবে পড়াশোনা! অভিযোগ, একাধিক বার ব্যাঙ্ক থেকে শুরু করে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card), ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে কার্ড হবে না। তার জেরেই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা কিশোরীর। পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার চন্দ্রকোণা পৌরসভার (Chandrakona Municipality) ১২ নম্বর ওয়ার্ডের ভেয়েরবাজার এলাকার ঘটনা।

Produced byMaitreyi Mukherjee | Lipi 16 Aug 2022, 8:20 pm
টাকার (Money) অভাবে মাঝ পথে বন্ধ হবে পড়াশোনা! অভিযোগ, একাধিক বার ব্যাঙ্ক থেকে শুরু করে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card), ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে কার্ড হবে না। তাই কোনও উপায় না পেয়ে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা এক ছাত্রীর। এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাড়ছে তিথি। তার বাঁচার আশা খুবই কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার চন্দ্রকোণা পৌরসভার (Chandrakona Municipality) ১২ নম্বর ওয়ার্ডের ভেয়েরবাজার এলাকার ঘটনা।
EiSamay.Com chandrakona

Medinipur News: বামেদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তপ্ত মেদিনীপুর জেলাশাসকের দফতর
কিন্তু, তিথি কেন বিষ খেল? এ প্রসঙ্গে তার পরিবারের তরফে জানানো হয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড না পাওয়ার জন্যই তিথি বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। জয়দেব দোলই ও রিঙ্কু দোলই এর একমাত্র মেয়ে তিথি দোলই। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর তিথি ব্যাঙ্গালুরুর একটি নার্সিং কলেজে ভর্তি হয়। নার্সিং কলেজে ভর্তি হওয়ার সময় কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল তার পড়া শেষ করতে খরচ হবে সাড়ে তিন লাখ টাকা। এদিকে তার ভর্তির সময় এলাকাবাসীর সহযোগিতায় তিথি এক লাখ টাকা জমা দিয়ে কলেজে ক্লাস শুরু করেছিল। তারপর স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করার পর তিথি ও তার বাবা, মা ভেবেছিলেন যে তাঁরা ব্যাঙ্কের মাধ্যমে লোন পেয়ে যাবেন। কিন্তু সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিলেও, একাধিকবার ব্যাঙ্কে ঘুরেও লোন মেলেনি বলে অভিযোগ। আর তার জেরেই মানসিকভাবে ভেঙে পড়ে তিথি। ধীরে ধীরে অবসাদ গ্রাস করেছিল তাকে। মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি। তার জেরেই সে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
Khela Hobe Diwas: 'খেলা তো শুরু হয়ে গিয়েছে, ২টো গোল খেয়েছে...' তৃণমূলকে খেলা হবে দিবসে কটাক্ষ দিলীপের
তিথির মা রিঙ্কু দোলই বলেন, "নবান্ন থেকে শুরু করে বিকাশ ভবন একাধিক বার আমার মেয়েটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য গিয়েছে। এমনকী, ব্যাঙ্কেও গিয়েছি। কিন্তু, ব্যাঙ্ক কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছে। আর এদিকে দ্বিতীয় কিস্তির টাকার জন্য কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষার আগে তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে হবে। তা না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কিন্তু, টাকা জমা দিতে না পারায় পরীক্ষায় বসতে পারেনি তিথি।"
Kankabati: কংসাবতীর জলের তলায় বিপজ্জনক বাঁশের সাঁকো! প্রাণ হাতে যাতায়াত কঙ্কাবতীবাসীর
পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে তিথি বিষ খেয়ে আত্মহত্যা করা চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তাকে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তিথিকে। এদিকে তিথি স্টুডেন্ট ক্রেডিট কার্ড না পাওয়ায় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে চন্দ্রকোণা স্টেট ব্যাঙ্কের ম্যানেজার সান্টু কুমারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "তিথির তথ্য সংক্রান্ত কিছু ত্রুটি থাকার জন্যই তাকে স্টুডেন্ট ক্রেডিট পরিষেবা দেওয়া যায়নি।"
লেখকের সম্পর্কে জানুন
Maitreyi Mukherjee

পরের খবর