অ্যাপশহর

গুরুঙের বাড়িতে ও অফিসে তল্লাশি, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক

গুরুঙের বাড়িতে দরজা ভেঙে ঢোকে জাভেদ সামিমের নেতৃত্বে বিশাল বাহিনী। বিমল গুরুঙের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

EiSamay.Com 15 Jun 2017, 2:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বন্‌ধের চতুর্থ দিনে পরিস্থিতি আরও ঘোরাল হল পাহাড়ে। বৃহস্পতিবার দার্জিলিঙে মোর্চা সুপ্রিমো বিমল গুরুং-এর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করল পুলিশ। এদিন দার্জিলিঙের SP-র নেতৃত্বে তল্লাশি চালানো হয় বিমল গুরুঙের বাড়িতে। একই সঙ্গে কার্শিয়াং থেকে গ্রেপ্তার করা হয়েছে মোর্চা নেত্রী করুণা গুরুংকে।
EiSamay.Com massive arms and explosives recovered from bimal gurungs house
গুরুঙের বাড়িতে ও অফিসে তল্লাশি, উদ্ধার অস্ত্র-বিস্ফোরক


এদিন সকাল থেকেই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্রের খবর, বিমল গুরুঙের বাড়ি থেকে প্রচুর তির-ধনুক, ধারাল অস্ত্র, বিস্ফোরক ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে গুরুঙের বাড়িতে দরজা ভেঙে ঢোকে জাভেদ সামিমের নেতৃত্বে বিশাল বাহিনী। বিমল গুরুঙের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।


অন্যদিকে পুলিশের এই তল্লাশি ও নাকাবন্দির প্রতিবাদে ফের অনির্দিষ্টকালের পাহাড় বন্‌ধের ডাক দিয়েছে মোর্চা। পাতলেবাসের দিকে বিশাল পুলিশ বাহিনী। কাউকে সে দিকে যেতে দেওয়া হচ্ছে না, সাংবাদিকদেরও না। পাতলেবাসের বিমল গুরং এর পার্টি অফিসেও পুলিশ।

মোর্চা নেতা বিনয় তামাঙের দাবি, এই গুলি সব চাষবাসের সামগ্রী। তির-ধনুকগুলি একটি স্কুলের তিরন্দাজির প্রতিযোগিতার জন্য রাখা হয়েছে। সেগুলিকেই অস্ত্র হিসেবে দেখানো হচ্ছে। এটা একটা চক্রান্ত আন্দোলন প্রতিহত করার। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির কথায়, 'পাহাড়ে অশান্তি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জন্য। রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে। আমাদের পাশে GNLF-সহ একাধিক দল রয়েছে। যে তির-ধনুক পাওয়া গিয়েছে, তা গোর্খাদের ট্র্যাডিশনাল অস্ত্র। '

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল