অ্যাপশহর

শিশু পাচার চক্র সক্রিয় কেন , উত্তর পেতে বঙ্গে মানেকার দূত

গ্রামাঞ্চলে স্বেচ্ছায় বাচ্চা বিক্রি করে দেওয়ার ঘটনাকেও খতিয়ে দেখছে তদন্তকারী দল

EiSamay.Com 30 Nov 2016, 12:36 pm
এই সময় : পশ্চিমবঙ্গে মাকড়সার জালের মত ছড়ানো শিশুপাচার চক্রের জাল কী ভাবে এত ছড়াল , তা জানতে চেয়ে রাজ্যের কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস থেকে তদন্ত রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ন্যাশনাল কমিশন ফর উইমেন অ্যান্ড চাইল্ডের দায়িত্বে থাকা মানেকা গান্ধী৷ একই সঙ্গে জানানো হল , রাজ্য সিআইডি -র সঙ্গে হাত মিলিয়ে শুধু শিশু উদ্ধারই নয় , তাদের রক্ষণাবেক্ষণ , চিকিত্সা সবকিছুই খতিয়ে দেখবে এই কেন্দ্রীয় কমিশন৷ তার জন্য দু’দিনের কলকাতা সফরেও এসেছেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের সদস্য রূপা কাপু
EiSamay.Com maneka gandhi send her representative want to know about child trafficking at wb
শিশু পাচার চক্র সক্রিয় কেন , উত্তর পেতে বঙ্গে মানেকার দূত


আপাতত রাজ্য কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস তরফ থেকে তৈরি হচ্ছে একটি রিপোর্ট৷ তার আগে রূপা মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরপুকুরে ইএসআই হাসপাতালে যান৷ সেখানকার একটি সরকারি বৃদ্ধাশ্রম থেকে উদ্ধার হওয়া ১০টি বাচ্চাকে ওই হাসপাতালে রাখা হয়েছে৷ আজ বুধবার রূপা যাবেন উত্তর ২৪ পরগনায়৷ বারাসতে জেলাশাসকের সঙ্গে কথা বলার পর তিনি শিশুপাচারে যুক্ত বাদুড়িয়া ও মছলন্দপুরের নার্সিংহোম দুটিতেও যাবেন৷ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বেশ কিছুদিন ধরে উদ্ধার হচ্ছে কন্যা শিশুসন্তান , এমনকি কঙ্কালও৷ সেই প্রেক্ষিতেই কেন্দ্রের তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে , এত বেশিসংখ্যক শিশু উদ্ধার হওয়া যথেষ্ট চিন্তার বিষয়৷ এই চক্র কী ভাবে কাজ করছিল তা জানা , এবং শিশুগুলির ভবিষ্যত্ সুরক্ষিত করাও জরুরি৷ তা ছাড়া এই শিশুদের অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত৷ জন্মের পরে জরুরি টিকাকরণও হয়েছিল কিনা তাও সঠিক জানা নেই৷

ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস -র চেয়ারপার্সন স্ত্ততি কক্করের কথায় , ‘উদ্ধার হওয়া সব শিশুই কন্যা সন্তান , যেটা চিন্তার বিষয়৷ হয়তো প্রশাসনিক কড়াকড়িতে লিঙ্গ নির্ধারণ বা ভ্রূণহত্যার সংখ্যা এ রাজ্যে কম৷ কিন্ত্ত কন্যাসন্তানের দাম কম বা চাহিদা কম হওয়ায় জন্মের পর তাদের জায়গা হচ্ছে অবহেলার আঁস্তাকুড়ে৷ তদন্ত রিপোর্টে আশা করি এই বিষয়ে আলোকপাত করা হবে৷ ’শিশুকল্যাণ মন্ত্রক সূত্রে খবর , কমিশনের সদস্যরা খতিয়ে দেখবেন মহিলাদের কী ভাবে এই চক্রান্তে ব্যবহার করা হচ্ছে৷ কারণ সব বাচ্চাই যে চুরি করা এমন নয়৷ এমন বহু দম্পতি আছেন যাঁরা স্বেচ্ছায় এইসব ছোট প্রাইভেট ক্লিনিকগুলিতে যাচ্ছেন৷ সরকারি হাসপাতালে না গিয়ে প্রাইভেট ক্লিনিকগুলিতে যাওয়ার কারণ অর্থনৈতিক হতেই পারে৷

গ্রামাঞ্চলে স্বেচ্ছায় বাচ্চা বিক্রি করে দেওয়ার ঘটনাকেও খতিয়ে দেখছে তদন্তকারী দল৷ সমস্ত রকম প্রচার , সরকারি সাহায্য পাওয়ার পরেও যে শিশুকন্যাদের চড়ান্ত অবহেলার শিকার হতে হচ্ছে তা ভাবাচ্ছে দিল্লিকেও৷ রাজ্য কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস থেকে একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট মন্ত্রকে পাঠানো হয়েছে৷ এ দিকে মঙ্গলবার রূপা বলেন , ‘এই পাচারকারী চক্র খুবই প্রভাবশালী এবং বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে , সে বিষয়ে সন্দেহ নেই৷ উদ্ধার হওয়া বাচ্চারা যাতে সঠিক চিকিত্সা এবং যত্ন পায় , তা দেখব আমরা৷ ওদের এখনই হয়ত দত্তক নিতে দেওয়া যাবে না , কারণ কেসের তদন্ত চলছে৷ ’ বুধবার শহর ছাড়ার আগে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের সাথে একটি মিটিং করবেন তিনি৷ ঘুরে দেখবেন মছলন্দপুর , বাদুড়িয়াও৷ কমিশনের সদস্যরা খতিয়ে দেখবেন মহিলাদের কী ভাবে এই চক্রান্তে ব্যবহার করা হচ্ছে৷ গ্রামাঞ্চলে স্বেচ্ছায় বাচ্চা বিক্রি করে দেওয়ার ঘটনাকেও খতিয়ে দেখছে তদন্তকারী দল৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল