অ্যাপশহর

খাদ্য সুরক্ষায় মমতাই মডেল বিজেপি রাজ্যে

২ টাকা কিলো চাল সরবরাহ করেই বড় সাফল্য পেয়েছে তৃণমূল সরকার৷

EiSamay.Com 23 Sep 2016, 7:47 am
এই সময় : মাঝখানে দুই রাজ্যের সীমানা৷ এক পাশে বাংলার পশ্চিম মেদিনীপুর , পুরুলিয়ার জঙ্গলমহল এলাকা৷ অন্য পাশে ঝাড়খণ্ডের পূর্ব ও পশ্চিম সিংভূম , রাঁচি , বোকারোর মতো জেলাগুলি৷ গত পাঁচ বছরের ধারাবাহিক উদ্যোগের ফলে এখন এ রাজ্যে মাওবাদী সমস্যা অনেকটাই কম৷ ঝাড়খণ্ডে সমস্যাটা আগের তুলনায় কম হলেও , পুরোপুরি নির্মূল হয়নি৷ এ রাজ্যে শুধুমাত্র জঙ্গলমহল এলাকাই নয় , সুন্দরবন , পাহাড় , ডুয়ার্সের প্রত্যন্ত এলাকাতেও ২ টাকা কিলো চাল সরবরাহ করেই বড় সাফল্য পেয়েছে তৃণমূল সরকার৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্য সুরক্ষার সেই মডেলই এ বার অনুসরণ করতে চাইছে বিজেপি শাসিত রাজ্য ঝাড়খণ্ড৷ বৃহস্পতিবার কলকাতায় রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান ঝাড়খণ্ডের খাদ্যমন্ত্রী সরযূ রাই৷ জ্যোতিপ্রিয় জানান , খাদ্য সুরক্ষায় পশ্চিমবঙ্গের মডেল নিয়ে আলোচনা করতে পুজোর পরে আসছেন হিমাচল প্রদেশ এবং রাজস্থানের খাদ্যমন্ত্রীরাও
EiSamay.Com mamtas food security project is the model of many bjp rule state
খাদ্য সুরক্ষায় মমতাই মডেল বিজেপি রাজ্যে


প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকেই জঙ্গলমহলে ব্যাপক হারে ২ টাকা কিলো চাল বিলি শুরু করেন মমতা৷ পরবর্তী সময় মাওবাদী উপদ্রবমুক্ত জঙ্গলমহল হাসছে বলে তাঁর সরকার বারেবারে দাবি করেছে৷ কিন্ত্ত তা নিয়ে বরাবরই ব্যঙ্গ -কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা৷ এ বার পড়শির স্বীকৃতি নিঃসন্দেহে হাসি ফোটাবে মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের মুখে৷ গণবন্টন ব্যবস্থায় বিজেপি শাসিত রাজ্য ছত্তিসগড় এবং মধ্যপ্রদেশও ভালো কাজ করেছে৷ মাওবাদী ও আদিবাসী অধ্যুষিত এলাকায় ২ টাকা কিলো চালের বিপুল সাফল্যের জেরে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রামন সিংয়ের নামই হয়ে যায় ‘চাওলওয়ালে বাবা ’৷ কিন্ত্ত , নিজেদের হাতে থাকা রাজ্যের এমন সাফল্য সরিয়ে রেখে কেন ঝাড়খন্ড তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গকেই মডেল হিসাবে বেছে নিল ? উত্তরে সরযূ রাই সোজাসাপটা জানান , বেশ কয়েকজন সমাজবিজ্ঞানী তাঁকে পরামর্শ দিয়েছেন , বাংলা যে পদ্ধতিতে এগোচ্ছে তার মাধ্যমেই পশ্চিমবঙ্গে সামাজিক অস্থিরতা অনেকটাই কমানো গিয়েছে৷

খাদ্য সুরক্ষায় বাংলার মডেলটি কী ? খাদ্য দন্তরের বক্তব্য , কেন্দ্রের খাদ্য সুরক্ষা আইন চালুর আগেই এ রাজ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ প্যাকেজে ৩ কোটির বেশি মানুষকে ২ টাকা কিলোয় চাল সরবরাহ করে এসেছে সরকার৷ এমনকি , কেন্দ্রের খাদ্য সুরক্ষা প্রকল্প চালুর পরেও , রাজ্য খাদ্য সুরক্ষা যোজনায় আরও প্রায় ২ কোটি মানুষকে সস্তায় চাল , গম সরবরাহ করছে রাজ্য সরকার৷ যা গোটা দেশেই নজির গড়েছে৷ রেশন ব্যবস্থার সংস্কারেও গত কয়েক বছর ধরে লাগাতার কিছু পদক্ষেপ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ জ্যোতিপ্রিয়র দাবি , তার ফলেই রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৬৭ লাখ ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে৷ একেবারে প্রত্যন্ত এলাকাতেও চাঙ্গা করা গিয়েছে রেশন ব্যবস্থাকে৷ কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার যে অভিযোগ নিয়মিত করেন মমতা , এ বার খানিকটা ঘুরিয়ে সে কথাই বললেন ঝাড়খণ্ডের বিজেপি মন্ত্রীও৷ তিনি বলেন , ‘দীর্ঘদিন ধরেই বাংলা , বিহার , ঝাড়খণ্ড এবং ওড়িশার মতো পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি বঞ্চিত৷ প্রয়োজনে এই চার রাজ্য মিলিয়ে একটি ‘ইকনমিক কনফেডারেশন ’ গড়ে তোলা প্রয়োজন৷ যাতে এই চার রাজ্যের সাংসদ , বিধায়করা একযোগে পূর্বাঞ্চলের স্বার্থে দাবি জানাতে পারেন৷ ’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল