অ্যাপশহর

ভিন্ রাজ্যের রোগীদের চিকিৎসায় আর্থিক প্যাকেজের নির্দেশ মমতার

ভিন্ রাজ্যের কিংবা বিদেশের রোগী আর বাংলায় নিঃশুল্ক চিকিৎসা পাবেন না৷ ভিন্ রাজ্য বা ভিন্ দেশের রোগীরা আর ওই সুযোগ পাবেন না৷ স্বাস্থ্য সচিব অনিল ভার্মাকে নির্দেশ মমতার।

EiSamay 21 Feb 2018, 11:32 am
মানস রায় ■ মালদহ
EiSamay.Com mamta directed financial package for treatment of patients in neighboring states
ভিন্ রাজ্যের রোগীদের চিকিৎসায় আর্থিক প্যাকেজের নির্দেশ মমতার


ভিন্ রাজ্যের কিংবা বিদেশের রোগী আর বাংলায় নিঃশুল্ক চিকিৎসা পাবেন না৷ রাজ্যের বাসিন্দাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছেন৷ মালদহে এসে মুখ্যমন্ত্রী মঙ্গলবার বুঝতে পারেন, ওই সুযোগ কাজে লাগাচ্ছেন পাশ্ববর্তী রাজ্য এমনকী বাংলাদেশ থেকে আসা রোগীরাও৷ মালদহের প্রশাসনিক বৈঠকে এ ব্যাপারে রিপোর্ট পেয়ে মমতা নিজেই প্রশ্ন তোলেন, এ ভাবে চললে রাজ্য আর কত টানবে? মুখ্যমন্ত্রী বলেন, ‘মানবিকতার খাতিরে আমরা রাজ্যবাসীকে চিকিরসা দিই৷ তবে বাইরের রোগীর জন্য এত খরচ করব কেন৷’ এরপরই তিনি জানিয়ে দেন, ভিন্ রাজ্য বা ভিন্ দেশের রোগীরা আর ওই সুযোগ পাবেন না৷ স্বাস্থ্য সচিব অনিল ভার্মাকে তিনি নির্দেশ দেন, এ রাজ্যের সরকারি হাসপাতালে বাইরের রোগীদের চিকিৎসার জন্য আর্থিক প্যাকেজের রূপরেখা ঠিক করতে৷

মালদহ মেডিক্যাল কলেজেও পরিষ্কার-পরিচ্ছন্নতা যে বড় সমস্যা, মুখ্যমন্ত্রী এ দিন তা নিজের চোখে দেখেছেন৷ প্রশাসনিক বৈঠকে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি নিয়ে আলোচনার সময় তিনি নিজেই মেডিক্যাল কলেজের প্রসঙ্গ তোলেন৷ কুশমণ্ডির নির্যাতিতাকে দেখতে তিনি এ দিন আচমকাই মেডিক্যাল কলেজে চলে গিয়েছিলেন৷ প্রশাসনিক বৈঠকে মেডিক্যাল সুপার অমিত দাঁকে তিনি বলেন, ‘সবই ভালো দেখলাম৷ তবে বড্ড নোংরা৷ তিনি বেলা পরিষ্কার করতে হবে৷ নইলে ওখান থেকেই যে রোগ ছড়াবে৷’ সুপার কর্মী সঙ্কটের সাফাই দেওয়ায় সঙ্গেসঙ্গেই ব্যবস্থা নেন মমতা৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ৫০ জন কর্মী মেডিক্যাল কলেজে নিযুক্ত করার নির্দেশ দেন, যাঁরা পুরসভার মাধ্যমে ১০০ দিনের কাজের প্রকল্পে হাসপাতাল সাফাইয়ের কাজ করবেন৷

মালদহ পুলিশের জনসংযোগ মডেলের কথা শুনে পুলিশ সুপার অর্ণব ঘোষের প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী৷ রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ তার আগে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন জেলার প্রায় ২৫ হাজার বাসিন্দার টেলিফোন নম্বর সংগ্রহ করে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন পুলিশ সুপার৷ ফলে অন্তত ৫০টি বড় মাপের অপরাধের সম্ভাবনা অঙ্ক‌ুরেই বিনাশ করা গিয়েছে৷ শুনে দৃশ্যতই খুশি মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশকে তো এ ভাবেই সমাজের সঙ্গে মিশে কাজ করতে হবে৷ মালদহ পুলিশের এই মডেল গোটা রাজ্যেই গ্রহণ করা উচিত৷ এই ব্যাপারটা আপনি দেখুন৷’ মুখ্যমন্ত্রীকে জানানো হয়, টেলিফোনে যোগাযোগ ছাড়াও জেলার ১৪৬টি পঞ্চায়েতে প্রতিমাসের চতুর্থ শনিবার পুলিশ সুপার থেকে শুরু করে সাব ইনস্পেক্টর পদমর্যাদার কেউ না কেউ গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘এতে শিশুপাচার, নারী নির্যাতন, বাল্যবিবাহ ইত্যাদি অনেকটাই কমানো যায়৷ অত্যন্ত ভালো কাজ হচ্ছে৷’

মালদহের জেলাশাসক কৌশিক ভট্টাচার্যেরও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসকের কাজ করার জন্য তিনি নির্দেশ দেন নিজের দলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেনকে৷ তৃণমূলে যোগ দেওয়ার আগে স্ত্রী -রোগ বিশেষজ্ঞ মোয়াজ্জেম ছিলেন কলকাতার বিআর সিং হাসপাতালের চিকিৎসক৷ মালদহ মেডিক্যাল কলেজের কিছু সমস্যা নিয়ে তিনি বলতে উঠলে মুখ্যমন্ত্রী তাঁকে থামিয়ে দিয়ে স্বাস্থ্যসচিবকে বলেন ‘ওঁকে কাজে লাগান৷’ সময় হবে না বলে মোয়াজ্জেম প্রথমে মৃদু আপত্তি করলেও পরে ‘দিদির নির্দেশ’ মেনে নেন৷

প্রশাসনিক সভার মঞ্চেই তিনি মালদহে নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যেই খুনসুটি করেন নেতাদের সঙ্গে৷ উপপুরপ্রধান বাবলা সরকারকে দাঁড় করিয়ে বলেন, ‘কৃষ্ণেন্দুর সঙ্গে ঝগড়া বন্ধ হয়েছে তো?’ বাবলা তাতে হইচই বাঁধিয়ে দেন৷ পুরমন্ত্রীকে সাক্ষী মেনে বাবলা বলতে থাকেন, ‘ববিদার সামনেই তো আজ সকাল থেকেই কৃষ্ণেন্দুদার সঙ্গে কত গল্প হল৷ আমরা ঠিক আছি৷’ প্রশাসনিক সভায় তখন হাসির রোল৷ এই সভা থেকেই কৃষকদের ঋণ ৩০ হাজার থেকে বাড়ি ১ লক্ষ টাকা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ এত দিন চাঁচল সুপারস্পেশ্যালিটি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব৷ তিনি বৈঠকে ডাক পাননি৷ মুখ্যমন্ত্রী তাঁর খোঁজ করে ঘটনাটি জানতে পেরে বলেন, ‘আমাকে না জানিয়ে কে দায়িত্ব দিল৷’ তাঁকে পরে দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল