অ্যাপশহর

ফিরিয়ে দিলেন জমি, ছড়িয়ে দিলেন বীজ

জমিতে নিজে হাতে বীজ ছড়িয়ে আবারও মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, 'জমি যার, লাঙল তার।'

EiSamay.Com 20 Oct 2016, 2:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সিঙ্গুর বৃত্ত সম্পূর্ণ। একটি আন্দোলনের সার্থকতাও বলা যায়। নিঃসন্দেহে। সিঙ্গুরে গিয়ে চাষিদের হাতে নিজে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিঙ্গুর রায়ের পর বৃহস্পতিবারি তিনি প্রথম পা রাখলেন গোপালনগর মৌজায় টাটা প্রকল্পের জমিতে। জমিতে নিজে হাতে বীজ ছড়িয়ে আবারও মুখ্যমন্ত্রী বার্তা দিলেন, 'জমি যার, লাঙল তার।'
EiSamay.Com mamata banerjee starts returning singur land
ফিরিয়ে দিলেন জমি, ছড়িয়ে দিলেন বীজ


এদিন সিঙ্গুরে জমি ফেরত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী পুর্ণেন্দু বসু, বেচারাম মান্না, সাংসদ মুকুল রায়-সহ মন্ত্রিসভা, দল ও সিঙ্গুর আন্দোলনের একাধিক গুরুত্বপূর্ণ মুখ। সিঙ্গুরে পৌঁছেই প্রথমে জমিতে নেমে বীজ ছড়ান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 'আজ প্রায় ৯০ একর জমি কৃষকের হাতে তুলে দেওয়া হবে। ১০ নভেম্বরের মধ্যে সকলকে জমি ফেরত দিয়ে দেওয়া হবে। ৩৬ একর জমিতে ভারী কংক্রিটের নির্মাণ থাকায় চাষযোগ্য করা যায়নি এখনও। ৬৫ একর জমিতে এখনও কাজ চলছে। বাকি জমি চাষের উপযুক্ত করা গিয়েছে। ভূমি সংস্কার বিধি অনুযায়ী, বর্গাদার ও খেতমজুররাও তাঁদের অংশ পাবেন।' সব মিলিয়ে বণ্টনের আওতায় থাকা জমির পরিমাণ ৯৩১ একর।

একই সঙ্গে সিঙ্গুর আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে মমতা বলেন, 'সারা বিশ্বে সিঙ্গুর আন্দোলন জমি আন্দোলনের মডেল। বিশ্বাস হারালে চলে না। লড়াই চালিয়ে যেতে হয়, তারই প্রমাণ সিঙ্গুর।' গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গুর দিবস পালন করে কৃষকদের হাতে জমির কাগজপত্র তুলে দিয়েছেন তিনি৷ সেদিন জমি আন্দোলনের নেত্রীর হাত থেকেই জমির কাগজপত্র নিতে চাপা লড়াই ছিল সিঙ্গুর জুড়ে৷ এ নিয়ে মনোমালিন্য এড়াতে মুখ্যমন্ত্রীর হাতেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছিল জেলা প্রশাসন৷ আজ মমতার হাত থেকেই জমি ফেরত নিতে একই পরিস্থিতি সিঙ্গুরে৷ ইতিহাসের সাক্ষী হতে চাপা লড়াই জমির মালিকদের হাতে৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল