অ্যাপশহর

রামনবমী কি শুধু বিজেপির, প্রশ্ন মমতার

রামনবমী পালনের হুজুগের নামে বিজেপি এবং আরএসএস রাজ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ মমতার৷ তাঁর কথায়, ‘এ-রকম চলতে থাকলে আগামী দিনে গোটা দেশ মাছের মতো টুকরো টুকরো হয়ে যাবে৷’

EiSamay.Com 6 Apr 2017, 8:56 am
এই সময়, বাঁকুড়া: রাজ্য জুড়ে বিজেপির রামনবমী পালনের কর্মসূচিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বাঁকুড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, ‘রামনবমী কি শুধু বিজেপির একার? ওরা কোন অধিকারে ওঁ লেখা দলীয় পতাকা ব্যবহার করছে৷ ওঁ-কে অপমান করার অধিকার ওদের কে দিয়েছে?’
EiSamay.Com mamata attacks bjp on ram navami issue in west bengal
রামনবমী কি শুধু বিজেপির, প্রশ্ন মমতার


রামনবমী পালনের হুজুগের নামে বিজেপি এবং আরএসএস রাজ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ মমতার৷ তাঁর কথায়, ‘এ-রকম চলতে থাকলে আগামী দিনে গোটা দেশ মাছের মতো টুকরো টুকরো হয়ে যাবে৷’ রামনবমীকে নিজেদের কর্মসূচি বলে জাহির না-করার জন্য বিজেপিকে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন মমতা৷ তিনি বলেন, ‘আমাদের ৩৩ কোটি দেব-দেবতা৷ কেউ শিবের পুজো করে, কেউ জয় মাতাজির পুজো করে৷ আর তোমরা তো রাবণ পুজো করো৷ আমরা সব ধর্মকেই সম্মান করি৷’

রামনবমী পালন নিয়ে বিজেপি রাজ্যজুড়ে হইচই শুরু করায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে কি নতুন করে বাসন্তী পুজো হচ্ছে? নাকি ঢং হচ্ছে৷ আগেও তো বাসন্তী পুজো হত৷ রামনবমীকে নিজেদের কর্মসূচি বলে চালানোর চেষ্টা করবেন না৷’

বাঁকুড়া জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ মমতার৷ তিনি জানান, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় জলের দাবিতে কিছু মানুষকে দিয়ে রাস্তা অবরোধ করানো হচ্ছে৷ যদিও আইনের চোখে রাস্তা অবরোধ করা বেআইনি৷ যারা এই ধরনের কাজ করবে তাদের শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সবাইকে আশ্বস্ত করে মমতা জানিয়েছেন, জেলার জলের সমস্যা মেটাতে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল