অ্যাপশহর

NJP to Howrah Vande Bharat Express : দরজা ধরে ঝুলে বন্দে ভারতে ওঠার চেষ্টা, যাত্রীর প্রাণ বাঁচাল RPF

বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে বিপত্তি। RPF-র সাহায্যে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মালদার যাত্রী।

Produced byসুমন মাঝি | Lipi 22 Jan 2023, 12:48 pm

হাইলাইটস

  • ট্রেনের স্বয়ংক্রিয় দরজা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে।
  • দরজা ঝুলে ট্রেনে ওঠার চেষ্টা এক যাত্রীর।
  • RPF সহায়তায় মৃত্যুমুখ থেকে ফিরলেন যাত্রী।
West Bengal News : ট্রেনের স্বয়ংক্রিয় দরজা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে প্ল্যাটফর্ম থেকে। তারপরেও দরজা ঝুলে ট্রেনে ওঠার চেষ্টা এক যাত্রীর। RPF এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সহায়তায় মৃত্যুমুখ থেকে ফিরলেন যাত্রী। ফের এক বিপত্তির হাত থেকে রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।
Malda Railway Station : চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, RPF-এর তৎপরতায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ দম্পতি
শনিবার সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে মালদা টাউন স্টেশনে (Malda Town Station) এসে পৌঁছয় হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। টাউন স্টেশনের এক নম্বর প্লাটফর্মে দাঁড়ায় ট্রেন। সন্ধ্যা ছটা নাগাদ মালদহ টাউন স্টেশন (Malda Town Station) থেকে ছাড়ে বন্দে ভারত। অত্যাধুনিক ট্রেনের স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও ছুটে এসে এক যাত্রী ট্রেনে ওঠার চেষ্টা করেন। দরজা না খোলার কারণে ওই যাত্রীও দরজা ধরে ঝুলতে থাকেন। ট্রেন তখন সবে স্পিড নিতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্মের উপরে পরেই যাচ্ছিলেন ওই যাত্রী। ট্রেনে নিচে চলে যাওয়ার উপক্রম হয় ওই যাত্রীর। সঙ্গে সঙ্গেই দৌড়ে আসেন প্ল্যাটফর্মে কর্তব্যরত দুুই RPF কনস্টেবল রঞ্জিত কুমার এবং সুমিত কুমার। বেশ কিছু যাত্রীরাও ছুটে যান ওই ব্যক্তিকে রক্ষা করতে। পরে তাকে বাঁচিয়ে প্ল্যাটফর্মে তোলা হয়। সেই যাত্রীর কোনওরকম চোট লাগেনি বলে রেলওয়ে সূত্রে জানা গিয়েছে।

Vande Bharat Express : বন্দে ভারতে উঠে সেলফি তোলার শাস্তি! দরজা বন্ধ হওয়ায় নামতে হল পরের স্টেশনে
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ওই রেলযাত্রী হাওড়া গামী বন্দে ভারত এক্সপ্রেসে সি-৫ কোচের ৯ নম্বর আসনের যাত্রী ছিলেন। প্ল্যাটফর্মে সময়ের আগে পৌঁছবে পারেননি ওই যাত্রী। উনি যখন মালদা প্ল্যাটফর্মে পৌঁছন, ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দিতেই তার পেছনে দৌড়ানো শুরু করে ওই যাত্রী। পরে লাগেজ বগির সামনে দরজা ধরে ঝুলে ট্রেনে ওঠার চেষ্টা করেন।

Vande Bharat Express: ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলা! অভিযোগ যাত্রীদের
প্ল্যাটফর্মের মধ্যে পুরো ঘটনার ছবি ধরা পড়ে CCTV ক্যামেরাই। ছুটে আসেন দুই কনস্টেবল এবং প্ল্যাটফর্মে অপেক্ষায় থাকা অন্যান্য ট্রেনের রেল যাত্রীরা। বিষয়টি বুঝতে প্ল্যাটফর্মে ট্রেন থামান গার্ড। উদ্ধার করার পর ওই ট্রেন যাত্রীকে আবার গাড়িতে তোলা হয়। রেল যাত্রীর প্রাণ বাঁচানো কর্তব্যরত RPF কনস্টেবলদের ভূমিকায় খুশি রেল কর্তৃপক্ষ। প্রশংসা করেছেন অন্যান্য রেল যাত্রী থেকে উপস্থিত মানুষজন। স্বয়ংক্রিয় দরজা এমনিতেই ট্রেন ছেড়ে দেওয়ার পর বন্ধ হয়ে যায়, তারপরেও ওই যাত্রী প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। যাত্রীদের সচেতনতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
লেখকের সম্পর্কে জানুন
সুমন মাঝি
ডিজিটাল মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পার করেছেন সুমন। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ, বিদেশ, উত্তর-পূর্ব ভারতের পাশাপশি বাংলাদেশের খবর এই সময় ডিজিটালের পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। সত্য ঘটনা পাঠকদের কাছে তুলে ধরাই একমাত্র লক্ষ্য। কঠোর পরিশ্রমই, যে সফলতার একমাত্র পথ এই ফর্মুলায় বিশ্বাস করে সুমন। সিনিয়রদের থেকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করে চলেছেন। নিউজ পোর্টালের হাত ধরে পথচলা শুরু, বর্তমানে এই সময় ডিজিটালে কর্মরত‌। কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে খুব ভালোবাসে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ে নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।... আরও পড়ুন

পরের খবর