অ্যাপশহর

Malda News : সমস্যা মেনেও সমাধানে গড়িমসি! প্রশাসনিক গাফিলতির 'শিকার' মালদার দিদির দূতরা?

মালদার মঙ্গলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিডিও কার্যত রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন। গোটা ঘটনায় পঞ্চায়েত সমিতির দিকে দায় ঠেলেছেন তিনি।

Produced byঅরিজিৎ দে | Lipi 24 Jan 2023, 1:19 pm

হাইলাইটস

  • গ্রামবাসীদের অভিযোগ কার্যত স্বীকার করলেন বিডিও
  • তিনি জানিয়েছেন রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছিল পঞ্চায়েত সমিতি
  • পানীয় জলের কোনও সমস্যার কথা তিনি জানেন না বলেও জানিয়েছেন।
West Bengal Local News: পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার বাড়ি বাড়ি দেওয়ালে দেওয়ালে লাল কালির লেখা ঘিরে হতবাক হয়ে গিয়েছিলেন অনেকে। বাড়ির দেওয়া লেখা হয়েছিল, ‘নেতামন্ত্রীদের এই পাড়ায় ঢোকা নিষেধ’। একদিকে তৃণমূলের (Trinamool Congress) দিদির দূত (Didir Doot) কর্মসূচি চলছে, তার মধ্যেই কয়েকমাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন। তাই স্বাভাবিকভাবেই এই দেওয়াল লিখন শাসকদল তৃণমূলের অস্বস্তির কারণ হয়েছিল। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতি ও সংস্কারের দাবি জানালেও কোনও লাভের লাভ হয়নি। এই প্রসঙ্গে এই সময় ডিডিটালের তরফে স্থানীয় বিডিও ইরফান হাবিবকে ফোন করা হলে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে স্থানীয় গ্রামে রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। ফোনে তিনি বলেন, 'ওঁরা বেশ কিছুদিন ধরে এই নিয়ে সরব হয়েছেন। মাঝে একবার জাতীয় সড়ক অবরোধও করেছিলেন গ্রামবাসীরা। পঞ্চায়েত সমিতির তরফে বলা হয়েছিল যে রাস্তা করে দেওয়া হবে। সেই রাস্তা নিয়ে ওদের কোনও ক্ষোভ রয়েছে। গ্রামবাসীরা একাধিকবার আমাদের অফিসে এসেছিলেন। রাস্তা তো আমাদের কোনও বিষয় নেই, ওটা পঞ্চায়েত সমিতি করবে বলেছিল।' যদিও বিডিও-র তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কেন সমস্যার সমাধান করা হয়নি, তাঁর উত্তর দিতে পারেননি এই প্রশাসনিক আধিকারিক।
Didir Suraksha Kawach : 'দিদির দূতদের প্রবেশ নিষেধ’, গ্রামবাসীদের ফরমান ঘিরে শোরগোল

গ্রামবাসীরা জানিয়েছেন, এই ভাবেই ব্লক প্রশাসন-পঞ্চায়েত সমিতি একে অপরের দিকে রাস্তা মেরামতির বিষয়টি ঠেলাঠেলি করার কারণে তাদের প্রতিদিন ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। স্থানীয় এক গ্রামবাসীর রাস্তার বেহাল দশা তুলে ধরতে গিয়ে বলেন "দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা খারাপ অবস্থার মধ্যে রয়েছে। বেহাল দশার কারণে গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লেও তাঁকে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি বা অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে চায় না।" স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ মঙ্গলবাড়ি গ্রামে পানীয় জলের অভাব নিয়েও অভিযোগ জানিয়ছেন। তাদের মতে, গ্রামে পানীয় জলও ঠিকভাবে পাওয়া যায় না। যদিও এই বিষয়টি কার্যত এড়িয়ে গিয়েছেন স্থানীয় বিডিও। তিনি এই সময় ডিজিটালকে বলেন, 'গ্রামে পানীয় জলের কোনও সমস্যা রয়েছে বলে আমার জানা নেই।' ভোট আসে, ভোট যায়। কিন্তু, গ্রামের গরিব মানুষের অবস্থার কোনও পরিবর্তন হয় না। দীর্ঘদিন ধরে সামান্য রাস্তা মেরামতির জন্য গ্রামবাসীদের এই কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে, তাতে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Bankura News : 'এখনই BDO-কে ফোন করুন...', বেহাল রাস্তা নিয়ে ক্ষোভের মুখে কোতলপুরের BJP বিধায়ক
এর আগেও রাস্তা মেরামতির দাবি জানিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন মঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দারা। ব্লক প্রশাসনের আবেদনে অবরোধ তুলেও নিলেও এখনও সেই রাস্তা মেরামতি হয়নি। অন্যদিকে মঙ্গলবার একই রকম দাবিতে বিক্ষোভ দেখান মালদার ইংরেজবাজারে কাঁদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। যাতায়াতের রাস্তা মেরামতির দাবিতে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। মালদায় একের পর এই ধরনের ঘটনায় শাসকদলের অস্বস্তি বাড়ছে।
লেখকের সম্পর্কে জানুন
অরিজিৎ দে
ডিজিটাল মিডিয়াতে অরিজিতের দুই বছরের অভিজ্ঞতা। এই সময় ডিজিটাল জেলা ডেস্কের তিনি একজন সক্রিয় সদস্য। রাজনীতি বিষয়ক সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ আগ্রহ। লেখনীর গুণে তিনি ডিজিটাল মাধ্যমের পাঠকদের আকৃষ্ট করতে পারে এমন তথ্যপূর্ণ নিবন্ধ তৈরিতে সদা সচেষ্ট। পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে নিরন্তর কৌতূহল সাংবাদিক হিসেবে তাঁর দক্ষতাকে অনবরত ঋদ্ধ করে চলেছে। কর্মসূত্রে একাধিক প্রখ্যাত রাজনীতিকের সাক্ষাৎকার তেওয়ার সুযোগ তাঁর হয়েছে। অবসর সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালোবাসেন ক্রিকেট, রান্না ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে।... আরও পড়ুন

পরের খবর