অ্যাপশহর

মাত্র ২ টাকায় মিলছে পেট ভরা খাবারের প্যাকেট!

হাসপাতালে আসা রোগীর স্বজনদের জন্য বিশেষ উদ্যোগ 'নতুন আলো'-র... শুধু তাই নয়, সংলগ্ন এলাকায় থাকা দুঃস্থ, অসহায় মানুষের মধ্যে বিতরণ করছেন 'নতুন আলো'-র সদস্যরা...

Lipi 24 May 2021, 4:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : খাবারের প্যাকেটের দাম মাত্র ২ টাকা! এর মধ্যেই মিলবে রাতের পেটভরা খাবার। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব! এমনই স্বল্প মূল্যে কেবল মানবিকতার সুতোয় বুনে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার আয়োজন করেছে মালদা জেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'নতুন আলো'।
EiSamay.Com food packet
Representative Image


কীভাবে নিলে ভারতীয় স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবে কোভিশিল্ড, স্পষ্ট করল ব্রিটিশ সরকারের রিপোর্ট

মূলত লকডাউন পরিস্থিতিতে হাসপাতালে আসা রোগীর আত্মীয়-স্বজনের মুখে খাবার তুলে দিতেই এই উদ্যোগ নিয়েছে 'নতুন আলো'। মাত্র ২ টাকায় প্যাকেট করা খাবার রাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগীদের আত্মীয়-স্বজন ও সংলগ্ন এলাকায় থাকা দুঃস্থ, অসহায় মানুষের মধ্যে বিতরণ করছেন 'নতুন আলো'-র সদস্যরা।

Get Well Soon', করোনা রোগীদের জন্য ৫ বছরের খুদে রেড ভলান্টিয়ার্সের বিশেষ বার্তা

এপ্রসঙ্গে সংগঠনের এক সদস্য সুরাজ আলি বলেন, 'করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সঙ্গে সঙ্গে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধা-বঞ্চিত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্যই এই উদ্যোগ নিয়েছি আমরা।' খাবারের বিনিময়ে ২ টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই না আমাদের সেবা বিনামূল্যে নিয়ে কারোর আত্মসম্মানে আঘাত লাগুক। তাই আমরা খাবারের মূল্য ২ টাকা করে রেখেছি। যাতে সকলে নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল