অ্যাপশহর

আচমকা ঝড়ে লণ্ডভণ্ড মালদা, ভাঙল বহু বাড়ি

বৈশাখ মাস পড়তে না পড়তেই ঝড়ে (storm) লন্ডভন্ড মালদা...ভাঙল একাধিক কাঁচা-পাকা বাড়ি... তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন... সবথেকে ক্ষতিগ্রস্থ চাঁচোল দক্ষিণ পাড়া...

Lipi 9 Apr 2021, 4:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৈশাখের দোরগোড়ায় হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল মালদার চাঁচোল 1 নম্বর ব্লকের মহানন্দপুর অঞ্চলের দক্ষিণ পাড়া গ্রাম, হঠাৎই ঝড়ের আঘাতে মুহূর্তে একাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়, একাধিক কাঁচাপাকা বাড়িসহ বহুদিনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ের তান্ডবে। ঝড়ের দাপটে উপড়ে পড়েছে বহু গাছপালা। এছাড়াও বহু এলাকায় চাষের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণে ক্ষতির আশঙ্কা করছে গ্রামবাসীরা। তবে পঞ্চায়েতের তরফে দুর্গতদের দানের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। বৈশাখ আসতে এখনও দিন ছয়েক বাকি তার আগেই হঠাৎই কালবৈশাখীর তাণ্ডব কিছুটা হলেও আতঙ্কিত চাচোল 1 নম্বর ব্লকের মহানন্দপুর অঞ্চলের দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দারা।
EiSamay.Com storm2


বৃহস্পতিবার রাতে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে জেলার বেশ কয়েকটি জায়গায়, জানা যায় এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চাচোল 1 নম্বর ব্লকের মহানন্দপুর অঞ্চলের দক্ষিণ পাড়া গ্রাম। এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু কাঁচা পাকা বাড়ি। উড়ে গিয়েছে অনেকের ঘরের টিনের চালাও। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির বহু মূল্যবান জিনিসপত্র, বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। আশ্রয়স্থল খুইয়ে বিপাকে পড়েছে একাধিক পরিবার। এলাকার বহু মানুষ চাষাবাদের উপর নির্ভর করে দিনযাপন করে কিন্তু এই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষের জমির বিশেষ করে কলা ও ভুট্টা চাষের বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসীরা। তবে এই দিন রাতেই ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে যান চলাচল বিধানসভায় বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। তিনি পরিদর্শনে গিয়ে দুর্গতদের সরকারি সাহায্য পায় এদের আশ্বাস দেন, এছাড়াও পঞ্চায়েতের তরফে দুর্গতদের দানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান গোপাল চৌধুরী।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল