অ্যাপশহর

ভুয়ো সার্টিফিকেটে সরকারি চাকরির আবেদন! অভিযুক্ত ১৫

বড়সড় জালিয়াতি চক্র ফাঁস মালদায়... ভুয়ো আইপিএস থেকে আইনজীবীর পর এবার পুলিশের জালে ভুয়ো চাকরিপ্রার্থী... কেন্দ্রীয় সরকারী চাকরিতে আবেদনে ভুয়ো সার্টিফিকেট...

Lipi 7 Aug 2021, 6:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নামে ভুয়ো আধিকারিকের প্রতারণার পর্দা ফাঁস হয়েছে। এবার হদিশ মিলল ভুয়ো সার্টিফিকেট দেওয়া চাকরিপ্রার্থীর। এক-দুজন নয়, একেবারে ১৫ জন ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরির জন্য আবেদন জানিয়েছে। তাও আবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দফতরে। ঘটনাটি ঘটেছে মালদহ জেলা ডাক ডিভিশনে। সম্প্রতি খবরটি প্রকাশ্যে আসতেই জেলায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে।
EiSamay.Com fake certificate


জানা গিয়েছে, সম্প্রতি মালদহ জেলা ডাক ডিভিশনে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। শতাধিক শূন্যপদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়। কয়েকশো কর্মপ্রার্থী এই পদের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দেন। তারপর জেলা ডাক বিভাগের তরফে আবেদনপত্র ও তার সঙ্গে দেওয়া সার্টিফিকেট পরীক্ষা করে দেখতেই ঝুলি থেকে বেরিয়ে আসে বিড়াল! চক্ষু চড়ক গাছ মালদহ ডিভিশনের ডাক বিভাগের কর্তাদের। ১৫ জন কর্মপ্রার্থীর আবেদনপত্রের সঙ্গে দেওয়া সার্টিফিকেট ভুয়ো। মালদহ ডিভিশনের ডাক বিভাগের অধিকর্তা জগদীশ সিং জানান, ১৫ জনের আবেদনপত্রের সঙ্গে দেওয়া সার্টিফিকেটগুলি দেখে প্রথমে সন্দেহ হয়। তখন সংশ্লিষ্ট দফতরকে চিঠি দিয়ে সার্টিফিকেটগুলির সত্যতা জানতে চাওয়া হয়।

সম্প্রতি সংশিষ্ট দফতর থেকে তথ্য দিয়ে জানানো হয়, সার্টিফিকেটগুলি ভুয়ো। এরপরই জেলা ডাক বিভাগের তরফে গোটা বিষয়টি জানিয়ে মালদহ পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়। ওই ১৫ জন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে তদন্তের জন্য আবেদনও করা হয়েছে জেলা পুলিশ সুপারের কাছে। জগদীশ সিংয়ের কথায়, ‘ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরির আবেদন করার অপরাধে আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’মালদহ পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরির আবেদনকারী ১৫ জনের বিরুদ্ধে ইতিমধ্যে FIR করা হয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে। ভুয়ো সার্টিফিকেট কীভাবে এই চাকরিপ্রার্থীরা সংগ্রহ করেছে, এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল