অ্যাপশহর

Nadia News : পথ দুর্ঘটনায় রাস্তার শুয়ে ছটফট বাইক আরোহীর, ত্রাতার ভূমিকায় পুলিশ

নদিয়াতে পথ দুর্ঘটনার কবলে পড়ে ছটফট করছিল এক যুবক। পথ চলতি কেউ তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তখনই তাঁকে উদ্ধার করল পুলিশ।

Produced byঅরিজিৎ দে | Lipi 14 Feb 2023, 4:03 pm
West Bengal Local News: দুর্ঘটনা যে কোনও সময়েই ঘটে যেতে পারে। পশ্চিমবঙ্গে পথ দুর্ঘটনা রোখার জন্য রাজ্য সরকারে তরফে একাধিক ব্যবস্থা করেও হলেও মাঝেমধ্যেই ভয়ঙ্কর ঘটনার কথা সামনে আসে। অনেক ক্ষেত্রের দুর্ঘটনার মুখে জখম ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে না দেওয়ায় প্রাণহানির অভিযোহ ওঠে। নদিয়ায় এমনই এক দুর্ঘটনা কবলে পড়েছিলেন এক মোটরবাইক আরোহী। দুর্ঘটনার কবলে পড়ে প্রায় বেশ কিছুক্ষণ রাস্তার ওপরেই পড়েছিলেন তিনি। তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেউই। শেষমেশ ত্রাতার ভূমিকায় এগিয়ে এল পুলিশ। কৃষ্ণগঞ্জ থানার পুলিশের উদ্যোগে জখম যুবককে রাস্তা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে তাঁকে কৃষ্ণগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থার অবনতি হলে পুলিশ প্রশাসনের উদ্যোগে তাঁকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
EiSamay.Com Krishnaganj Hospital
নদিয়াতে পুলিশের মানবিক মুখ। নিজস্ব ছবি।


New Town Road Accident : ফের নিউটাউনে দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
পুলিশের এই মানবিক মুখ দেখে প্রশংসা দিচ্ছেন এলাকাবাসী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জ ব্লকের মাথাভাঙ্গা ব্রিজ দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। স্কুটার চালানোর সময় তাঁর হাতে ছিল মোবাইল ফোন। হঠাৎই মাথাভাঙ্গা ব্রিজের উপর দুর্ঘটনার কবলে পড়ে তাঁর স্কুটার। দুর্ঘটনার পর ওই অবস্থাতেই বেশ খানিকক্ষণ রাস্তার ওপরেই পড়েছিল ওই যুবক। কৃষ্ণগঞ্জ পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে।

Road Accident : মদ্যপ বাইক চালকের ধাক্কায় মৃত্যু CPIM নেতার, চাঞ্চল্য দুর্গাপুরে
মানুষকে সচেতন করতে একাধিকবার বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। তবুও হুশ ফিরছে না একাধিক গাড়িচালক ও মোটর বাইক আরোহীদের। আর সেই কারণেই ঘটছে একের পর এক দুর্ঘটনা বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে এদিন পুলিশের মানবিক এই কর্মকাণ্ডকে বাহবা দিয়েছে সকলেই।

Traffic Police : বেপরোয়া অ্যাম্বুল্যান্স চলাচলে বাড়ছে দুর্ঘটনা! বিশেষ অভিযান কাঁকসা ট্রাফিক পুলিশের
স্থানীয় বাসিন্দা বলেন, "মুখ্যমন্ত্রী মানুষের জীবন বাঁচানোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন। সরকার চাইছে দুর্ঘটনায় যেন কোনও মানুষের প্রাণহানি না হয়। কিন্তু, অনেকে কোনও ট্রাফিক আইনের পরোয়া না করে বেপরোয়াভাবে গাড়ি চালান। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করেন। যুব সমাজও ট্রাফিক নিয়ম মানে না। সেই কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন সচেতনতা বাড়ানোর জন্য এত কিছু করলেও কোনও লাভ হচ্ছে না। পুলিশ ওই যুবককে উদ্ধার করেছে। দুর্ঘটনার সময় সে মোটরবাইক চালাচ্ছিল বলেই শুনেছিলাম। সবার আরও সচেতন হওয়া উচিত।"
লেখকের সম্পর্কে জানুন
অরিজিৎ দে
ডিজিটাল মিডিয়াতে অরিজিতের দুই বছরের অভিজ্ঞতা। এই সময় ডিজিটাল জেলা ডেস্কের তিনি একজন সক্রিয় সদস্য। রাজনীতি বিষয়ক সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ আগ্রহ। লেখনীর গুণে তিনি ডিজিটাল মাধ্যমের পাঠকদের আকৃষ্ট করতে পারে এমন তথ্যপূর্ণ নিবন্ধ তৈরিতে সদা সচেষ্ট। পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে নিরন্তর কৌতূহল সাংবাদিক হিসেবে তাঁর দক্ষতাকে অনবরত ঋদ্ধ করে চলেছে। কর্মসূত্রে একাধিক প্রখ্যাত রাজনীতিকের সাক্ষাৎকার তেওয়ার সুযোগ তাঁর হয়েছে। অবসর সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালোবাসেন ক্রিকেট, রান্না ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে।... আরও পড়ুন
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল