অ্যাপশহর

Central Vigilance Team : 'আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে...' কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের আটকে রেখে বিক্ষোভ বিজেপির

নদিয়ায় ব্লক অফিসের আধিকারিকরা বিভিন্ন কাজ খতিয়ে দেখতে এসে বিজেপির বিক্ষোভের মুখোমুখি।

হাইলাইটস

  • বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
  • গ্রাম পঞ্চায়েত অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির প্রতিনিধিরা।
  • বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় দলকে পরিদর্শনে যেতে হবে বলে দাবি করেন তাঁরা।
Pradhan Mantri Awas Yojana :'ঘর পেয়েছেন' গ্রামের মানুষকে ডেকে জিজ্ঞাসা!
Nadia News : বিজেপির (BJP) প্রতিনিধিদের বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। নদিয়ার হরিণঘাটা ব্লকের (Haringhata) কাষ্ঠডাঙা ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির প্রতিনিধিরা। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় দলকে পরিদর্শনে যেতে হবে বলে দাবি করেন তাঁরা। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। মঙ্গলবার কাষ্ঠডাঙা ১ নং গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কেন্দ্রীয় দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ব্লক অফিসের আধিকারিকরা বিভিন্ন কাজ খতিয়ে দেখতে বের হচ্ছিলেন। সেই সময় বিজেপি নেতা ও কয়েকজন মিলে প্রতিনিধি দলের গাড়ি আটকে অভিযোগ জানাতে চায়। যদিও গাড়ি থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কেউ নামেনি। শুধুমাত্র পঞ্চায়েত এর সেক্রেটারি নামেন। পুলিশ গিয়ে বুঝিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন। বিজেপি নেতৃত্বের দাবি, পরিদর্শনে তাদেরকে সঙ্গে রেখে করা হোক। স্থানীয় প্রশাসনের উপর আস্থা নেই। প্রকল্প পরিদর্শনের সময় আমাদেরকেও সঙ্গে রাখতে হবে।
Pradhan Mantri Awas Yojana : আবাসের তদন্তে শান্তিপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল, পঞ্চায়েত প্রধানকে 'জিজ্ঞাসাবাদ'!
পঞ্চায়েত অফিসের (Panchayat Office) সামনে থেকেই এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় দলকে প্রকল্প পরিদর্শনের দাবি ছিল তাঁদের। তবে বিজেপির তোলা স্বজনপোষণের অভিযোগ খারিজ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 'আমরা খারাপ হলে, কিছুই করতে পারত না', বলে পালটা দাবি তৃণমূল নেতৃত্বের। তবে গোটা বিষয়টি নিয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "সম্মানীয় বিরোধী দলনেতা বলছেন তাঁর কথায় এই কেন্দ্রীয় প্রতিনিধিদের দল এসেছেন। মানে কেন্দ্রীয় সরকার এখন নরেন্দ্র মোদী চালান না, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা চালান। অতএব তাঁর কথায় যে প্রতিনিধি দল এসেছে, তাঁর কথাতেই কিছু লোক বিক্ষোভ দেখাতে গিয়েছে। কারণ কেন্দ্রীয় প্রতিনিধি দল সারা বাংলা ঘুরে কোনও অনিয়ম দেখতে পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই যেহেতু অনিয়ম ধরা পড়ছে না এরা উত্তেজিত হয়ে যাচ্ছে এবং উদভ্রান্তের মতো আচরণ করছে।"

Hooghly News : আচমকা হাজির কেন্দ্রীয় প্রতিনিধি দল! থরহরিকম্প অবস্থা গোঘাটের পঞ্চায়েত অফিসে
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। একাধিক চাপানউতোর দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ বেশ কিছু প্রকল্পের বিশেষ তদন্তে বেরিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রসঙ্গত, সোমবার নদিয়ার শান্তিপুরের (Shantipur) হরিপুর অঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিশেষ তদন্তে আসে কেন্দ্রীয় প্রতিনিধিদল। প্রথমে পঞ্চায়েত অফিসে গিয়ে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। এরপর প্রায় কয়েক ঘণ্টা ধরে পঞ্চায়েত অফিসের ভিতরেই তদন্ত নিয়ে কথাবার্তা বলেন পঞ্চায়েত প্রধান শোভা সরকারের সঙ্গে।
লেখকের সম্পর্কে জানুন
শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়
মেদিনীপুর অটোনমাস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার সময় থেকেই শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় চেয়েছিলেন সংবাদমাধ্যমে কাজ করতে। আর সেই ইচ্ছে বাস্তবে রূপায়িত হয় এই সময় ডিজিটালের হাত ধরে। প্রথমে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কর্মজীবনে প্রবেশ হলেও এই সংবাদমাধ্যমের সৌজন্যেই প্রথম খবরের দুনিয়ার খুঁটিনাটি নানা দিকের সঙ্গে শর্মিষ্ঠার প্রথম আলাপ ঘটে। জেলা থেকে দুনিয়া নানা অজানা , অচেনা জিনিস প্রতি মুহূর্তে শিখে চলেছেন শর্মিষ্ঠা।খবরের প্রতি ভালোবাসা ছাড়াও শর্মিষ্ঠার পছন্দের তালিকায় রয়েছে আবৃত্তি, আঁকা, কবিতা লেখা, এছাড়াও অবসরে গান শুনে না বই পড়ে সময় কাটানো। একাগ্রতা, অধ্যবসায়, ধৈর্য্য এই ৩ মন্ত্রে বিশ্বাস করেন শর্মিষ্ঠা। যা জানা হয়ে ওঠেনি, বহু কিছু যা শেখ ওঠেনি সর্বদা তা শেখার বা জানার প্রতি আগ্রহী হয়ে এগিয়ে যেতে চান।... আরও পড়ুন

পরের খবর