অ্যাপশহর

ভ্যাকসিন না পেয়েও মোবাইলে এল সার্টিফিকেট! চাঞ্চল্য নবদ্বীপে

টিকা নেওয়া হয়নি, অথচ মোবাইলে চলে এসেছে কোভিড সার্টিফিকেট (Covid Vaccine Certificate)। আবার সার্টিফিকেটে উল্লেখ করা স্বাস্থ্যকর্মী বর্তমানে ছুটিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে।

Lipi 24 Sep 2021, 9:46 am

হাইলাইটস

  • কোভিড ভ্যাকসিনের জন্য কুপন থাকা সত্ত্বেও ফিরতে হয়েছে পরপর দু'দিন।
  • অথচ বিকেলেই তাঁর মোবাইলে চলে এল ভ্যাকসিন নেওয়ার সরকারি সার্টিফিকেট।
  • সার্টিফিকেটে লেখা স্বাস্থ্যকর্মী সোমাশ্রী খাতুন মাতৃত্বকালীন ছুটিতে।
EiSamay.Com covid vaccine certificate
মোবাইলে আসা ভ্যাকসিন সার্টিফিকেট (বাঁ দিকে), বুকিং স্লট বাতিল হয়ে যাওয়ার মেসেজ (ডান দিকে)
এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিড ভ্যাকসিনের জন্য কুপন থাকা সত্ত্বেও ফিরতে হয়েছে পরপর দু'দিন। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন। টিকা না নিয়েই ফিরে গিয়েছিলেন নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর বামুনপুকুর ১ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা রাজকুমার দে। অথচ বিকেলেই তাঁর মোবাইলে চলে এল ভ্যাকসিন নেওয়ার সরকারি সার্টিফিকেট (Covid Vaccine Certificate)। এমন অদ্ভুতুড়ে কাণ্ডের জেরে শোরগোল পড়েছে নদিয়ার তীর্থনগরী নবদ্বীপ ব্লকে। এখানেই শেষ নয়। বামুনপুকুরের বাগান পাড়ার বাসিন্দা রাজকুমার দে-র সার্টিফিকেটে লেখা রয়েছে, তাঁর টিকাকরণের স্থান মায়াপুর বামুনপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। তাঁকে টিকা দিয়েছেন সোমাশ্রী খাতুন নামে এক স্বাস্থ্যকর্মী। অথচ আশ্চর্যের বিষয় হল, সার্টিফিকেটে লেখা ওই স্বাস্থ্যকর্মী সোমাশ্রী খাতুন মাতৃত্বকালীন ছুটিতে বেশ কিছুদিন ধরে তাঁর কৃষ্ণনগরের বাড়িতে রয়েছেন।
সোমাশ্রী খাতুনের কথায়, ‘আমি ৪০ দিন ধরে ছুটিতে আছি। তাছাড়া আমি মায়াপুর ২ নম্বর পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মী। এক নম্বর পঞ্চায়েতের সঙ্গে আমার কোনও যোগ নেই।’ এই ঘটনার জেরে নবদ্বীপের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গত ২২ সেপ্টেম্বর লিখিত অভিযোগ জানিয়েছেন রাজকুমার। রাজকুমার দে অভিযোগত্রে জানিয়েছেন, গত ১৩ সেপ্টেম্বর ভ্যাকসিন নেওয়ার জন্য পঞ্চায়েত থেকে দেওয়া কুপন পেয়েছিলেন। কুপন নম্বর ছিল ৩৬৯। ওই কুপন নিয়ে বামুনপুকুর হাইস্কুলের টিকাকরণ কেন্দ্রে গিয়ে রাজকুমার জানতে পারেন, সেদিনের মত টিকা শেষ হয়ে গিয়েছে। পরেরদিন ওই কুপনেই তাঁকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়। পরবর্তী টিকাকরণের দিন ধার্য হয় ২২ সেপ্টেম্বর। কিন্তু সেদিনও ভ্যাকসিন পাননি রাজকুমারবাবু। পুরোনো কুপনের জন্য তাঁকে ভ্যাকসিন দেওয়া চলবে না। নতুন কুপন চাই বলে তাঁকে জানানো হয়। রাজকুমারবাবু আগেরদিনের কথা জানালে ভ্যাকসিনের দায়িত্বপ্রাপ্তরা তাঁকে স্থানীয় তৃণমূল নেতা তথা নবদ্বীপ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশীল বিশ্বাসের কাছে যেতে বলেন। তাঁর তত্ত্বাবধানেই এই টিকার কর্মসূচি চলছে। কিন্তু কোনভাবেই তিনি সাহায্য করেননি বলে অভিযোগ রাজকুমারের।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ
বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেও ভ্যাকসিন নিতে পারেননি রাজকুমার। অথচ তাঁর ভ্যাকসিন হয়েছে বলে বিকেলেই সার্টিফিকেট এসে যায়। ভ্যাকসিন না পেয়ে সার্টিফিকেট এসে যাওয়ায় হতবার রাজকুমারবাবু প্রশ্ন, ‘এরপর আমি কি আদৌ ভ্যাকসিন পাব?’ কীভাবে করে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের তাপসকুমার ঘোষ। ঘটনার তদন্ত জরুরি বলে জানিয়েছেন নবদ্বীপ পঞ্চায়েতের উপপ্রধান মির সাইনুর হক। কিন্তু, বৃহস্পতিবার পর্যন্ত কোনও সুরাহা হয়নি।

পরের খবর