অ্যাপশহর

Mahua Moitra Assets: ৮০ লাখের হিরের আংটি, ৩০ লাখি আর্ট পিস! কত কোটির মালকিন মহুয়া?

তিনি বঙ্গ রাজনীতির অত্যন্ত আলোচিত রাজনীতিক। তাঁর আংটির মূল্য রীতিমতো চোখ কপালে তুলবে। একটি ৮০ লাখ টাকা দামের হিরের আংটির মালিক তিনি। পাশাপাশি ৩০ লাখ টাকার আর্ট পিসও রয়েছে তাঁর। মহুয়া মৈত্র মনোনয়ন জমা দিয়েছেন। আর সেই মনোনয়নে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঠিক কী জানা যাচ্ছে? রইল বিস্তারিত

Produced byতুহিনা মণ্ডল | EiSamay.Com 19 Apr 2024, 7:34 pm

হাইলাইটস

  • আসন্ন লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।
  • নিয়ম মোতাবেক নিজের আয়ের খতিয়ান তাঁকে জমা দিতে হয়েছে।
  • কত টাকার মালিক মহুয়া?
Mahua Moitra Krishnanagar Lok Sabha : বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা মহুয়ার
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নিয়ম মোতাবেক নিজের আয়ের খতিয়ান তাঁকে জমা দিতে হয়েছে। কত টাকার মালিক মহুয়া?
বঙ্গ তথা দেশের রাজনীতিতে অন্যতম জনপ্রিয় মুখ মহুয়া মৈত্র। লোকসভা ভোটের ঠিক আগে 'টাকার বিনিময়ে প্রশ্ন' সংক্রান্ত বিতর্কে জড়িয়েছিলেন তিনি। খারিজ হয় তাঁর সাংসদ পদ। যদিও পুরো বিষয়টিই 'ষড়যন্ত্র' বলে আখ্যা দেওয়া হয় তাঁর দলের তরফে। এরপর কৃষ্ণনগর কেন্দ্র থেকেই ফের একবার মহুয়া মৈত্রকেই প্রার্থী করেছে তৃণমূল। তাঁর সামনে প্রতিপক্ষ রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য অমৃতা রায়। এই দুই মহিলা প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য রাজনৈতিক মহল।


বার্ষিক কত টাকা আয় করেন মহুয়া মৈত্র?


২০২২-২৩ অর্থবর্ষে মহুয়া মৈত্রের আয় ছিল ১২ লাখ ০৭ হাজার ৫৪১, ২০২১-২২ সালে তাঁর আয় ছিল ১১ লাখ ৮১ হাজার ৫৭৮, ২০২০-২১ সালে ৯ লাখ ২৯ হাজার ৬৪০ এবং ২০১৮-১৯ সালে ৫ লাখ ৫১ হাজার ০৮০।

হাতে কত টাকা রয়েছে মহুয়ার?


নিয়ম মোতাবেক 'ক্যাশ ইন হ্যান্ড'-এর তথ্য দেওয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ১৮ এপ্রিলের নিরিখে মহুয়া মৈত্রের হাতে নগদ রয়েছে ৫০ হাজার।

মহুয়া মৈত্রের অস্থাবর সম্পত্তির পরিমাণ কত?


এই তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি ৫০ লাখ ৬৭ হাজার ১৬৬ টাকা ০২ পয়সা।

মহুয়া মৈত্রের সম্পত্তির খতিয়ান


মহুয়া মৈত্রের স্থাবর সম্পত্তির পরিমাণ কত?


হলফনামা স্থাবর সম্পত্তির খতিয়ান দিয়েছেন মহুয়া। সেখানে বলা হয়েছে তাঁর কোনও স্থাবর সম্পত্তি নেই। অর্থাৎ তাঁর কোনও বাড়ি নেই আলাদা করে।


গয়নার পরিমাণ জানলে চোখ কপালে উঠবে


মহুয়া মৈত্রের অলংকারের সংগ্রহ চোখ কপালে তোলার মতো। তাঁর ৩.২ ক্যারেটের একটি হিরের গয়না রয়েছে যার বাজারমূল্য ১৫ এপ্রিলের নিরিখে ৮০ লাখ। তাঁর ডিনার সেট রয়েছে, চার কেজির মূল্য ২ লাখ ৭২ হাজার টাকা। তাঁর রূপোর চায়ের সেট রয়েছে যার বাজার মূল্য আনুমানিক ১৫ এপ্রিলের নিরিখে ১ লাখ ১৭ হাজার টাকা। চারুকলায় বিশেষ আগ্রহী মহুয়া। রয়েছে ৩০ লাখ টাকার আর্ট পিস।

Supriya Sule: প্রতিদ্বন্দ্বী বউদির থেকে লাখ লাখ টাকা ঋণ! শরদ পাওয়ারের কন্যার সম্পত্তির পরিমাণ কত?

মহুয়া মৈত্রের গাড়ির সংখ্যা


২০১৬ সালে তিনি একটি গাড়ি কিনেছিলেন যার বর্তমান দাম ১৫ এপ্রিলের নিরিখে ৪ লাখ ৭৩ হাজার।
লেখকের সম্পর্কে জানুন
তুহিনা মণ্ডল
তুহিনা মণ্ডল ২ বছরেরও বেশি সময় ধরে Ei Samay Digital-এ ডিজিটাল কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করেছেন। তিনি 'খাস খবর' নামে এক পাক্ষিক পত্রিকা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার সময় তিনি বাংলা সংবাদপত্র 'দৈনিক স্টেটসম্যান'-এ রিপোর্টার হিসেবে কাজ করেন। ডিজিটালাইজেশনের যুগে কর্মজীবনকে নতুন দিশা দেওয়ার উদ্দেশে তিনি Ei Samay Digital-এ যোগ দেন। ডিজিটাল মাধ্যমের বিভিন্ন খবর তাঁর নিয়মিত চর্চার মধ্যে পড়ে। পাঠককে দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে তিনি সদা সচেষ্ট থাকেন। অবসর সময়ে তিনি বইপত্র পড়া এবং বেড়াতে ভালোবাসেন।... আরও পড়ুন

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল