অ্যাপশহর

হেলমেট নেই, শহরে বেপরোয়া বাইক দুর্ঘটনায় মৃত ১

রবিবার রাত ১২টা নাগাদ গোবিন্দ খটিক রোড ও পার্ক সার্কাস কানেক্টরের কাছে দাঁড়িয়ে ছিল একটি ক্যাব। বেপরোয়া ভাবে বাইক চালিয়ে এসে সজোরে ক্যাবে ধাক্কা মারেন আকাশ।

EiSamay.Com 10 Dec 2019, 3:08 am
এই সময় ডিজিটাল ডেস্ক: চায়না টাউন থেকে পার্টি করে ফেরার সময় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। পুলিশের দাবি, রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে যাওয়ার সময় গোবিন্দ খটিক রোড ও পার্ক সার্কাস কানেক্টর সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি ক্যাবে ধাক্কা মারেন বাইক চালক, বছর ২৯-এর আকাশ মল্লিক। ছিটকে পড়েন তিনি ও তাঁর সঙ্গের সওয়ারি জয়দীপ কর্মকার (২৮)। দুই বন্ধুর কারও মাথাতেই হেলমেট ছিল না। দু'জনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় জয়দীপের। আহত হন আকাশও। জয়দীপের মৃত্যুতে আকাশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে পুলিশ। তাঁকে গ্রেপ্তারও করা হয়। পরে অবশ্য জামিনে ছাড়া পান তিনি।
EiSamay.Com accident
প্রতীকী ছবি


পুলিশ জানাচ্ছে, রবিবার রাত ১২টা নাগাদ গোবিন্দ খটিক রোড ও পার্ক সার্কাস কানেক্টরের কাছে দাঁড়িয়ে ছিল একটি ক্যাব। বেপরোয়া ভাবে বাইক চালিয়ে এসে সজোরে ক্যাবে ধাক্কা মারেন আকাশ। পুলিশ জেনেছে, জয়দীপের বাড়ি হুগলির উত্তরপাড়ায়। আকাশ বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা। রবিবার রাতে তাঁরা আরও কয়েক জনের সঙ্গে চায়না টাউনে যান। সেখানে রাত ১২টা পর্যন্ত একটি পানশালায় মদ্যপান করেন। সেখান থেকে ফেরার সময় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জেরেই দুর্ঘটনা ঘটে।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল