অ্যাপশহর

সাগর শান্ত, পোক্ত ভিত তৈরি হচ্ছে শীতের

পুরুলিয়া , শ্রীনিকেতনের রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে রয়েছে৷

EiSamay.Com 17 Nov 2016, 1:14 pm
এই সময় : পুরুলিয়া , শ্রীনিকেতনের রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে রয়েছে৷ কৃষ্ণনগরের পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে৷ হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি হলে শুক্রবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি ছুঁয়ে ফেলবে৷ বাড়বে হিমেল হাওয়ার জোর৷ বাড়বে ঠান্ডার অনুভূতি৷ নভেম্বরে তাপমাত্রা একটু একটু করে নামবে , এটাই দস্ত্তর৷ কিন্ত্ত প্রকৃতি এ বার যেন দরাজ৷ আশপাশে তেমন বাধাবিপত্তিও তুলনায় কম৷ যেমন , বঙ্গোপসাগর শান্ত , বাধাহীন ভাবে ঢুকছে উত্তুরে বাতাস৷ যা দেখে আবহবিদরা আশাবাদী , চলতি মরসুমে পোক্ত ভিতই তৈরি হচ্ছে শীতের৷ এই পরিসংখ্যানের পাশে গত বছরের নভেম্বরকে রাখলে , ছবিটা আরও ইতিবাচক দেখাচ্ছে৷ গত বার এল নিনোর ধাক্কায় থিতুই হতে পারেনি শীত৷ ডিসেম্বরে হাতে গোনা এক -দু’দিন , জানুয়ারিতে বড়জোর ৩ -৪ দিন ভালো শীতের আমেজ পেয়েছিল কলকাতা৷ ব্যস ! নভেম্বরে ১৮ .৯ ডিগ্রির নীচে নামেইনি কলকাতার তাপমাত্রা৷ এ বার সেখানে ইতিমধ্যেই তিন দিন তার নীচে পারদ ছিল শহরে
EiSamay.Com winter prepare to coming in west bengal
সাগর শান্ত, পোক্ত ভিত তৈরি হচ্ছে শীতের


একদিন ১৮ .০ ডিগ্রিতেও নামে পারদ৷ মাঝে বাংলাদেশের ঘূর্ণাবর্তের জন্য পারদ সামান্য চড়লেও , আবার ঠান্ডা আমেজ পাওয়ার আঙিনা প্রস্ত্তত হচ্ছে৷ বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ .৯ ডিগ্রি৷ পূর্বাভাস বলছে , আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের রাতের তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পৌঁছে যাবে৷ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ থাকবে ১৩ -১৪ ডিগ্রির আশপাশে৷ এমনিতেই রাঢ়বঙ্গে এই মুহূর্তে রীতিমতো শীতের পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে৷ ফ্যানের প্রয়োজন হচ্ছে না৷ গায়ে চাদর টানতে হচ্ছে রাতে৷ ঘাসের ডগায় শিশির জমছে৷ সাতসকালে কুয়াশায় ঢাকছে গ্রামের প্রান্তর৷ শীত পাকাপাকি ভাবে আসতে আরও কিছুটা সময় লাগবে , এটা আমজনতা মাত্রেই জানেন৷ তাই আগাম এই ঠান্ডা ঠান্ডা ভাবকেই পড়ে পাওয়া চোদ্দো আনার মতো তুরীয় মেজাজে উপভোগ করছেন তাঁরা৷

ঘটনা হল , বর্ষাকালের মতো শীতের আসা -যাওয়া নিয়ে সরকারি ভাবে কোনও ঘোষণা করে না মৌসম ভবন৷ এ দিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১০ .৬ ডিগ্রিতে৷ রাজধানীর আশপাশের রাজ্যগুলিতেও পারদ রয়েছে ৯ -১২ ডিগ্রির আশপাশে৷ অর্থাত্, শীতবেশ জাঁকিয়েই বসছে সেখানে৷ কিন্ত্ত এর জন্য আলাদা করেকোনও ঘোষণা করেনি মৌসম ভবন৷ আবহবিদদের বক্তব্যকলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার নীচে নামলে এবং সেইতাপমাত্রায় ক ’দিন থিতু হলে শীত এসে গিয়েছে বলে ধরে নেওয়াহয়৷ হয়তো দেখা গেল , নভেম্বরেই মহানগরের পারা ১৫ ডিগ্রিতেনামল৷ তখন দেখতে হবে , পারদ ওই অঙ্কে ক ’দিন থাকছে৷ দিনেরতাপমাত্রাও ৩০ ডিগ্রির নীচে নামতে হবে৷ না হলে ঠান্ডা আমেজশুধু রাতেই মিলবে , দিনে সেই রোদের গরমই সইতে হবে৷ এ বার যে আগাম ঠান্ডা আমেজ অনুভূত হচ্ছে , তার জন্যবঙ্গোপসাগরের আশীর্বাদ কাজ করছে বলে মনে করেনআবহবিদরা৷ আলিপুর আবহাওয়া দন্তরের অধিকর্তা গণেশকুমারদাসের কথায় , ‘গত বছর উত্তুরে হাওয়া দুর্বল ছিল , এ কথা ঠিক৷

তবে মাঝেমধ্যেই পুবালি বাতাস ঢুকে মেঘলা করে দিচ্ছিলবাংলার আকাশ৷ এ বার পুবালি হাওয়া তেমন বাগড়া দিচ্ছে না৷ উত্তর -পূর্ব মৌসুমি বাতাস কিছুটা দুর্বল থাকা এর একটি কারণ৷ তবে সাগর শান্ত থাকলেই তো চলে না , উত্তুরে হাওয়ার পর্যান্তজোগানও চাই৷ এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কলকাতারতাপমাত্রা বড়জোর ১৬-১৭ ডিগ্রিতে নামতে পারবে৷ আরওপারাপতনের জন্য জোরদার উত্তুরে হাওয়া প্রয়োজন৷ এবং তারজন্য প্রয়োজন জোরালো পশ্চিমি ঝঞ্ধা৷ যা কাশ্মীর -হিমাচলেরপাহাড়ে তুষারপাত ঘটিয়ে উত্তুরে হাওয়া জোরদার করবে৷ কিন্ত্তএখনও পর্যন্ত শক্তিশালী ঝঞ্ধার দেখা নেই৷ উঁঁচু পাহাড়েতুষারপাতও হচ্ছে কম৷ ফলে শীত চটজলদি হাজির হবে , এমনসম্ভাবনা কম৷ শীতের ভিত পোক্ত হচ্ছে , এটুকুই আশার আলো৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল