অ্যাপশহর

সুমন্তিকা মৃত্যুতে কেন চার্জশিটে অনুমতি নয় এখনও, ক্ষুব্ধ আদালত

আরপুলি লেনের ঘর থেকে প্রেসিডেন্সির মেধাবী ছাত্রী সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়েছিল ২০১৫ -এর ৫ জানুয়ারি৷

EiSamay.Com 20 May 2017, 1:33 pm
হিমাদ্রি সরকার
EiSamay.Com why is the charge sheet not allowed in sumantas death
সুমন্তিকা মৃত্যুতে কেন চার্জশিটে অনুমতি নয় এখনও, ক্ষুব্ধ আদালত

আরপুলি লেনের ঘর থেকে প্রেসিডেন্সির মেধাবী ছাত্রী সুমন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয়েছিল ২০১৫ -এর ৫ জানুয়ারি৷ আর সেই মৃত্যুতে সরকারি সংস্থা গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাইয়ের (জিসিজিএসসিএল ) বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চেয়ে রাজ্য সরকারের কাছে পুলিশ আবেদন করেছিল গত বছরের ২২ জুন৷ তার পর প্রায় বছর গড়িয়ে গেলেও চার্জশিট জমা দেওয়ার অনুমতি মেলেনি৷ রাজ্য সরকারের এই ভূমিকায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করল জাতীয় পরিবেশ আদালত৷

বিচারপতি এস পি ওয়াংদি এবং বিশেষজ্ঞ সদস্য রঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন পূর্বাঞ্চলীয় বেঞ্চে দিন কয়েক আগে সুমন্তিকার মৃত্যুতে জিসিজিএসসিএল -এর গাফিলতির অভিযোগে ক্ষতিপূরণের মামলাটি শুনানির জন্য ওঠে৷ সেখানে পুলিশের তরফে জানানো হয় , সুমন্তিকার মৃত্যুতে ২০১৫ -এর ৩১ মার্চে ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় গাফিলতির মামলা রুজু হয়েছিল৷ তার পর থেকে চার বার রাজ্য সরকারের কাছে বিচার প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে৷ শেষবার চিঠি দেওয়া হয় গত ২২ এপ্রিল৷ কিন্ত্ত এখনও তার অনুমতি মেলেনি৷

এতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করে আদালত৷ বেঞ্চ মন্তব্য করে , এত দিন ধরে বলার পরও অনুমতি না -দেওয়াটা অভাবনীয় বিষয়৷ ন্যায়বিচারের স্বার্থে চার্জশিট জমা দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য দ্রুত রাজ্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত বলেও মন্তব্য করে আদালত৷ রায়েও এই বিষয়টির উল্লেখ করেছে বেঞ্চ৷ শুনানি চলাকালীন বেঞ্চ জানায় , এই বিষয়টি সরাসরি তাদের এক্তিয়ারে পড়ে না৷ কিন্ত্ত যেখানে একটি মেধাবী ছাত্রীর এ ভাবে মৃত্যু হয়েছে , তাকে মোটেই হাল্কা ভাবে নেওয়া উচিত নয়৷ সে জন্যই বেঞ্চ এ নিয়ে তাদের উষ্মা প্রকাশ করে৷

এর আগে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্যাস কোম্পানির আধিকারিকদের একাধিকবার জেরা করে৷ গ্যাস কোম্পানি যে ধরনের গ্যাস সরবরাহ করে এবং সুমন্তিকাদের ঘর থেকে যে গ্যাসের নমুনা মেলে , তাও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়৷ পুলিশি তদন্তেও প্রাথমিকভাবে জিসিজিএসসিএল -এর সরবরাহ করা গ্যাসেই শ্বাসরুদ্ধ হয়ে সুমন্তিকার মৃত্যু হয়েছে বলে মনে করেছেন তদন্তকারীরা৷ কিন্ত্ত সরকারি সংস্থার বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সরকারের অনুমতি লাগে৷ সেই অনুমতি মেলেনি৷ এ নিয়ে স্বরাষ্ট্র দন্তরের কর্তারা অবশ্য মুখ খোলেননি৷ সুমন্তিকার পরিবারের তরফে আইনজীবী সোমনাথ রায়চৌধুরী আদালতে জানান , রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে , ওই গ্যাসে বেশিক্ষণ থাকলে মাথা যন্ত্রণা , বমি বমি ভাব , অচৈতন্য হয়ে পড়া , এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে৷ আদালত ১১ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷

শুনানি চলাকালীন পরিবেশ আদালতের এই মন্তব্য যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন আইনজ্ঞরা৷ সুমন্তিকার বাবা দেবাশিস বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন , তাঁরা শুধু মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী , তাদের উপযুক্ত শাস্তি চান৷ যাতে আর কোনও পরিবারকে এ ভাবে তাঁদের সন্তানকে হারাতে না -হয়৷ আইনজ্ঞদের বক্তব্য , আদালত এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হয়েই বিবেচনা করছে৷

বেঞ্চ মন্তব্য করে , এত দিন ধরে বলার পরও অনুমতি না -দেওয়াটা অভাবনীয় বিষয়৷ চার্জশিট জমা দিয়ে বিচার শুরুর জন্য দ্রুত রাজ্যের পদক্ষেপ করা উচিত ৷

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল