অ্যাপশহর

আগামী ২দিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে

ক্রবারের মধ্যে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তার হাত ধরে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শুক্রবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে।

EiSamay.Com 25 Jul 2019, 7:45 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে হাজির ঘূর্ণাবর্ত। শুখা দক্ষিণবঙ্গে হাজির বৃষ্টিও। বুধবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জেলায়। এমন বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারও। শুক্রবারের মধ্যে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তার হাত ধরে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শুক্রবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে।
EiSamay.Com west bengal weather


বুধবার মৌসম ভবন জানায়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা লাগোয়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ক্রমশ বাংলার দিকে সরে আসবে। কাল, শুক্রবার পশ্চিমবঙ্গেরই উপকূলীয় অংশে পৌঁছে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। তার টানে উত্তরবঙ্গে ঠাঁই নেওয়া মৌসুমি অক্ষরেখাও নেমে আসবে দক্ষিণবঙ্গে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তো বটেই, ওডিশা, ঝাড়খণ্ডেও ভালো বৃষ্টির সম্ভাবনা। আলিপুরের আবহবিদরা আশা দিচ্ছেন, অন্তত রবিবার পর্যন্ত বৃষ্টি দেবে নিম্নচাপ।

বৃষ্টি হলে হাঁফ ছেড়ে বাঁচবেন চাষিরা। ১৫ জুলাই থেকে আমন ধান রোপণের কাজ শুরু হওয়ার কথা থাকলেও, এখনও সর্বত্র জোরকদমে কাজ শুরু করা যায়নি। বীজতলায় চারার বয়স বাড়ছে। জুলাইয়ের শেষে মুষলধারা পেলে রক্ষে।

বৃষ্টি দক্ষিণে সরে এলে বাঁচবে উত্তরও। মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে থিতু হওয়ায় টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ এইরকম: বারোভিশা ৩৯৭.৬ মিলিমিটার, নেওড়া ২৮৬ মিমি, মূর্তি ২৫৮.৬ মিমি, চেপান ২৫২ মিমি, গজলডোবা ২৪২.৬ মিমি, নাগরাকাটা ২৩৭.৬ মিমি, চম্পাসারি ২১১.৮ মিমি। ৭২ ঘণ্টা ধরলে আলিপুরদুয়ারের বারোভিশায় বৃষ্টি হয়েছে ৭৯৩.৪ মিলিমিটার। অথচ, এই রাজ্যেরই দক্ষিণ ভাগে বৃষ্টির আকাল। বুধবার অবশ্য অনেক দিন পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে আকাশের রং বদলাবে। নীল আকাশ দখল করবে কালো মেঘ। হতে পারে বৃষ্টিও। শুক্রবার থেকে অন্তত দিন তিনেকের জন্য স্বমেজাজে ফিরবে বর্ষা, আপাতত পূর্বাভাস তেমনই।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল