অ্যাপশহর

অতর্কিত বাসভাঙচুর, গড়িয়া স্টেশনের তিনটি রুটে বন্ধ পরিষেবা

বাস ভাঙচুরের প্রতিবাদে রবিবার সকাল থেকে গড়িয়া স্টেশন- বাগবাজার, গড়িয়া স্টেশন- পাইকপাড়া ও গড়িয়া স্টেশন- হাওড়া মিনিবাস পরিষেবা বন্ধ। সার দিয়ে দাঁড়িয়ে থাকা প্রায় ৫০টির বেশি বাসে চলেছে ভাঙচুর বলে দাবি চালক ও কন্ডাক্টরদের।

EiSamay.Com 16 Jun 2019, 10:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বাস ভাঙচুরের প্রতিবাদে রবিবার সকাল থেকে গড়িয়া স্টেশন- বাগবাজার, গড়িয়া স্টেশন- পাইকপাড়া ও গড়িয়া স্টেশন- হাওড়া মিনিবাস পরিষেবা বন্ধ। সার দিয়ে দাঁড়িয়ে থাকা প্রায় ৫০টির বেশি বাসে চলেছে ভাঙচুর বলে দাবি চালক ও কন্ডাক্টরদের। যার জেরে সকাল থেকে এই রুটে বাস বন্ধ। সমস্যায় পরেছেন যাত্রীরা।
EiSamay.Com west bengal south kolkata garia station to bagbazar, paikpara and howrah route all bus stop


এই তিন রুটের বাসচালক ও মালিকদের তরফে রবিবার জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ প্রায় ৩০ জনের একটি দুষ্কৃতীদের দল মুখে কালো কাপড় বেঁধে বাইকে করে আসে গড়িয়া স্টেশন লাগোয়া প্রাইফেট বাসের স্ট্যান্ডে। অতর্কিত হামলা শুরু করে তারা। ইট ছুঁড়ে ভাঙচুর চালায় দাঁড়িয়ে থাকা বাসগুলিতে বলে অভিযোগ বাস চালক ও কন্ডাক্টরদের। শুধু তাই নয় তাদের মারধর করে কাছে থাকা নগদ টাকাও কেড়েনেয় দুষ্কৃতীকা বলে অভিযোগ বাস চালক ও কন্ডাক্টরদের।

যদিও এই ঘটনায় দুষ্কৃতীরা কারা সেই বিষয়ে কিছুই জানাতে পারেননি তারা। একইসঙ্গে কী কারনে এই ভাঙচুরের ঘটনা তানিয়েও অন্ধকারে বাসমালিক ও চালকেরা। ইতোমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তারা। পুলিশকে জানিয়েছেন, যেহেতু মুখে কালো কাপড় বাঁধাছিল দুষ্কৃতীদের তাই তাদের চিন্তে পারেননি চালক ও কন্ডাক্টরেরা। এই ঘটনার প্রতিবাদেই রবিবার সকাল থেকে এই তিন রুটের বাস পরিষেবা বন্ধ রেখেছেন চালক ও বাসমালিকেরা।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল