অ্যাপশহর

বড় স্বস্তি! বাংলার কোভিড গ্রাফ নামল ৩ হাজারে

গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা গ্রাফে বড় পতন। এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা নামল তিন হাজারে। যদিও উদ্বেগে ফেলছে মৃত্যুর পরিসংখ্যান। একনজরে জেনে নিন আজকের কোভিড আপডেট (Covid Update)।

EiSamay.Com 28 Jan 2022, 10:12 pm

হাইলাইটস

  • রাজ্যে দৈনিক সংক্রমণ নামল তিন হাজারের গণ্ডিতে।
  • একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ২১৬ জন।
  • একদিনে রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ১৬৫ জনের।
এই সময় ডিজিটাল ডেস্ক: বড়সড় স্বস্তি দিয়ে বাংলার কোভিড গ্রাফে পতন। রাজ্যে দৈনিক সংক্রমণ নামল তিন হাজারের গণ্ডিতে। একইসঙ্গে কমল রাজ্যের পজিটিভিটি রেটও (Positivity Rate)। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ২১৬ জন। বর্তমানে পশ্চিমবঙ্গে পজিটিভিটি রেট ৯.০২ শতাংশ। একদিনে রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ১৬৫ জনের।
অন্যদিকে, উদ্বেগে ফেলছে রাজ্যের মৃত্যুর পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৩৬ জনের। যার মধ্যে কেবল উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৪ জনের। কলকাতাতে মৃত্যু হয়েছে আটজনের। এই পরিসংখ্যান চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এদিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। শহরের পরিসংখ্যানকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৪১১ জন। সেখানে একদিনে মৃত্যু হয়েছে চারজনের।

ভারতে জাঁকিয়ে বসেছে Omicron BA.2, জানাল কেন্দ্র
আবারও বাড়ল দেশের কোভিড সংক্রমণ। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক সূত্রে খবর, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে দু' লাখ ৮৬ হাজার ৩৮৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কোভিড মৃত্যুর সংখ্যা ৫৭৩। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ছ' হাজার ৩৫৭ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। ২২ লাখ দু' হাজার ৪৭২ জন। দৈনিক পজিটিভিটি রেট ১৯.৫৯ শতাংশ। এই মুহূর্তে দেশে টিকাকরণ সম্পন্ন হয়েছে ১৬৩ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ২০৭ জনের।

একবার Omicron হলে ছুঁতে পারবে না ডেল্টা? ICMR-এর গবেষণায় নয়া তথ্য
সংক্রমণ রুখতে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা ইত্যাদি বিষয়গুলি মেনে চলতে হবে। ওমিক্রনের পরেও করোনার আরও স্ট্রেন থাবা বসাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে সেই স্ট্রেন কতটা ভয়াবহ হবে, তা এখনই বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন তাঁরা। এদিকে, বৃহস্পতিবার আরও উদ্বেগের কথা জানাল কেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর ডিসিজ কন্ট্রোলের ডিরক্টর (NCDC) ডা. সুজিত কুমার সিং একটি সাংবাদিক বৈঠকে বলেন, ''ভারতে এখন Omicron BA.2-এর প্রভাব আরও প্রবল।'' যদিও দেশের কত শতাংশ মানুষ BA.2 ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, সেই তথ্য এখনও প্রকাশ করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

পরের খবর

West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল